ইফকোর উদ্যোগে খুচরো সার ব্যবসায়ীদের সভা দেগঙ্গাঁয়
নীরেশ ভৌমিক : উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গাঁ ব্লকের অম্বিকা নগরে গত ২৮ শে আগস্ট দেশের ঐতিহ্যবাহী সার প্রস্তুতকারী সংস্থা ইফকোর ব্যবস্থাপনায় এলাকার খুচরো সার ব্যবসায়ীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্লকের বিভিন্ন এলাকা থেকে ৪৫ জন সার ব্যবসায়ী উপস্থিত হন।

সমবেত খুচরো সার ব্যবসায়ীদের সামনে কলকাতা রিজিয়নের কৃষি প্রবন্ধক অজিত ভট্টাচার্য ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) স্যারের গুণাগুণ ও কৃষি জমি ও ফসলে এই সার ব্যবহারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং ন্যানো ডি.এ.পি তরল সার জমি ও ফসলে ব্যবহারের পদ্ধতি ব্যক্ত করেন।

এছাড়া ইফকোর সাগরিকা, বায়োফার্টিলাইজার এবং বিভিন্ন কীটনাশকের ব্যবহার সম্পর্কে বিশদে ব্যক্ত করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইফকোর জেলার ক্ষেত্র প্রবন্ধক ও বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ মি: রিতেশ ঝা। সার ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আলোচনায় অংশগ্রহণে ইফকোর আয়োজিত এ দিনের সভা বেশ ফলপ্রসূ হয়ে ওঠে।










