ইমনের নতুন প্রযোজনা “জাগো বহ্নিশিখা”
নীরেশ ভৌমিক : ইমনের নতুন প্রযোজনা “জাগো বহ্নিশিখা”গত ৩১আগষ্ট ২০২৪ তপন থিয়েটারে মঞ্চস্থ হল মছলন্দপুর ইমন মাইম সেন্টার-এর নতুন মূকাভিনয় প্রযোজনা “জাগো বহ্নিশিখা”। এদিন মিতালী উৎসব নাট্য সংস্থা(মিউনাস)-র ২৫বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সফলতার সঙ্গে মঞ্চস্থ হল ইমনের এই মূক-প্রযোজনা।
আমরা ভারতবাসীরা দেশকে মা হিসেবে বিবেচনা করে ভারতমাতার বন্দনা করি। কিন্তু দেশের স্বাধীনতার এতগুলো বছর পরও মানুষে মানুষে বিভিন্ন বিষয়ে লড়াই থামেনি। চলছে বিভিন্ন নারকীয় ঘটনা। চলছে নারী নির্যাতন। ইমন মাইম সেন্টার মনে করেছে নারীশক্তির বিকাশ ও প্রকাশ সুস্থ সমাজ ও সমৃদ্ধ ভারত গঠনে বিশেষ ভূমিকা নেবে।
সেই চিন্তাকে মাথায় রেখেই পরিচালক ধীরাজ হাওলাদার এই মূকাভিনয়টি সাজিয়েছেন। প্রযোজনায় ধনপতি মন্ডলের আলো আলাদা মাত্রা যোগ করেছে। উপযুক্ত আবহ দান করেছেন জয়ন্ত সাহা। অভিনয়ে নজর কাড়েন সৃজা হাওলাদার, অনুপ মল্লিক, ইন্দ্রজিৎ দত্ত বণিক রা। উপস্থিত দর্শকেরা মুহুর্মুহু করতালিতে প্রশংসা ঢেলে দেন “জাগো বহ্নিশিখা”- প্রযোজনা কে।