জেলার খবরবিনোদন

শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে মঞ্চস্থ হল মছলন্দপুর ইমন মাইম সেন্টারের মূকাভিনয় “কৃষক আন্দোলন”

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, (১লা বৈশাখ) বাংলা নববর্ষের প্রথম দিন শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে মঞ্চস্থ হল মছলন্দপুর ইমন মাইম সেন্টারের মূকাভিনয় “কৃষক আন্দোলন”।

প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্ট সারা বছরই শ্রী বর্ষা দত্ত ও অন্যান্য ট্রাস্টিদের নেতৃত্বে বোলপুর শান্তিনিকেতন ও তার আশেপাশের কয়েকটি আদিবাসী অধ্যুষিত অঞ্চলে সমাজ-কল্যাণ ও শিক্ষা প্রসারে কাজ করে চলেছে।

এই ট্রাস্ট-এর উদ্যোগেই ট্রাস্টের প্রতিষ্ঠা দিবস ও প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্তের জন্মদিবস উপলক্ষে প্রতি বছরই ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এবছর এই অনুষ্ঠানটি উদযাপিত হল শান্তিনিকেতন সৃজনী শিল্প গ্রামে। ট্রাস্ট এর বিভিন্ন শাখার ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে নৃত্য, সংগীত, আবৃত্তি প্রভৃতি উপস্থাপন করেন।

এদিন এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মছলন্দপুর ইমন মাইম সেন্টারের মূকাভিনয় “কৃষক আন্দোলন”। ধীরাজ হাওলাদারের ভাবনা ও নির্দেশনায় ৩০ জন শিল্পী নীল বিদ্রোহের পটভূমিকায় নির্মিত এই প্রযোজনায় অংশগ্রহণ করেন। অত্যাচারী জমিদারদের সাধারণ চাষীদের ওপর অত্যাচার এবং কৃষকদের সংগঠিত আন্দোলনের পথে সেই অত্যাচার থেকে মুক্তির পথ খুঁজে বার করা- এই ছিল এই মূকাভিনয় প্রযোজনার মূল বিষয়।

উপস্থিত দর্শকেরা প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্ট-এর সমগ্র কর্মকাণ্ড, এদিনের সমগ্র অনুষ্ঠান ও বিশেষ করে ইমন মাইম সেন্টারের “কৃষক আন্দোলন” মূকাভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *