জেলার খবরবিনোদন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন উপলক্ষ্যে ইমন মাইম সেন্টারের পরিচালনায় বাণীপুর গভর্নমেন্ট বেসিক কাম মাল্টিপারপাস স্কুলের ছাত্র-ছাত্রীদের মূকাভিনয়

নীরেশ ভৌমিক : গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের পূণ্য দিনে মছলন্দপুর ইমন মাইম সেন্টার-এর পরিচালনায় গভর্নমেন্ট বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর-এর ৭৫ বছর পদার্পণ উৎসবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরিবেশন করল মূকাভিনয়।

বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৪২ জন ছাত্র-ছাত্রী ৫ দিনের একটি প্রযোজনা ভিত্তিক মূকাভিনয় কর্মশালায় অংশগ্রহণ করেন, যার পরিচালনায় ছিলেন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের কর্ণধার ধীরাজ হাওলাদার।

মূলত তার প্রশিক্ষণে এবং ইমনের অন্যান্য বন্ধুদের সহযোগিতায় কর্মশালা থেকেই তৈরি করা হয় তিনটি মূকাভিনয় প্রযোজনা “বৃক্ষ পরম বন্ধু”, “শীতের সকাল” এবং “দেখা”। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক চর্চা এবং সাংস্কৃতিক বিকাশে উৎসাহ দিতে আয়োজিত এই

কর্মশালার তত্ত্বাবধান করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি নিবেদিতা সাহা। তিনি ইমন মাইম সেন্টারকে ধন্যবাদ জানিয়ে বলেন ছাত্র-ছাত্রীদের নিয়ে তারা এই সংস্থার সঙ্গে এভাবেই সমন্বয় সাধন করে দীর্ঘ সময় ধরে সংস্কৃতি চর্চা চালিয়ে যেতে চান।

কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়কে এবং প্রধান শিক্ষিকাকে এইরকম একটি বিশেষ কর্মশালার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং উৎসাহ ও উদ্দীপনার সাথে কর্মশালায় অংশগ্রহণ এবং প্রযোজনা নির্মাণের সহযোগিতা করেন ও প্রতিভার প্রকাশ ঘটান।


এইসঙ্গেই এদিনের অনুষ্ঠানে মছলন্দপুর ইমন মাইম সেন্টার মঞ্চস্থ করল অনিয়ন্ত্রিত ভাবে মোবাইল ফোন ব্যবহারের কুফল বোঝাতে মূকাভিনয় “মোবাইল সমস্যা” এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে মূকাভিনয় “মেরা ভারত মহান”। উপস্থিত ছাত্র-ছাত্রীরা প্রবল উৎসাহে সম্পূর্ন অনুষ্ঠানটি উপভোগ করেন এবং করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে আনন্দ ব্যক্ত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি নিবেদিতা সাহা সহ অন্যান্য সকল শিক্ষক-শিক্ষিকারা মূকাভিনয়ের বিষয় নির্বাচন ও পরিবেশন শৈলীর ভুয়সী প্রশংসা করেন এবং পরবর্তীতে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে আয়োজন করা দরকার বলে মত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *