উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীগনকে শুভেচ্ছা জ্ঞাপন পঞ্চায়েত সদস্য উত্তম সাহার
নীরেশ ভৌমিক : উচ্চ মাধ্যমিক শুরুর প্রাক্কালে তার নির্বাচনী এলাকার বাসিন্দা ১১ জন পরীক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭১ নম্বর বুথের নির্বাচিত সদস্য উত্তম সাহা ( প্রতীত) ।
গত ১৫ ই ফেব্রুয়ারি সমাজসেবী জনপ্রতিনিধি উত্তম বাবু পরীক্ষার্থী গনের বাড়ি গিয়ে তাদের হাতে শুভেচ্ছা স্বরূপ পুষ্প স্তবক, পেন, ডায়েরি ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান ও সকলের শুভ কামনা করেন। সঙ্গে ছিলেন বুথের দলীয় সভাপতি, রতন দাস, সম্পাদক দেবাশীষ দাস ও আহ্বায়ক ধীমান রায় (বুদ্ধ) প্রমুখ সমাজকর্মীগণ। এলাকার মানুষজন নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য শিক্ষানুরাগী উত্তম বাবুর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান ।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারোদোৎসবের পর জনপ্রতিনিধি উত্তম বাবু এলাকার মানুষজনকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন এবং শীতের শুরুতে এলাকার দুস্থ অসহায় মানুষ জনের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন।
উত্তম বাবু এক সাক্ষাৎকারে জানান, এবারের মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে তার এলাকার ১২ জন মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়েও ফুল, পেন, মিষ্টি ইত্যাদি পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের সকলের সাফল্যও কামনা করেছেন।