আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

ডিফেন্স নিউজরাজ্যসীমান্তের সমস্যা

উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের কোদলা নদীতে ভাষছে অজ্ঞাত ব্যক্তির লাশ, চাঞ্চল্য এলাকায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তের কুলিয়া গ্রামের নিকট কোদলা নদীতে একজন পুরুষের লাশ ভেষে থাকতে দেখে সীমান্তের দু’পারের গ্রামবাসীদের ভীড় জমাতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী সুত্রে জানা যায়, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-ই নাকি প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করে এবং লাশটি নদীর ইন্ডিয়ার পাশে ভাষতে দেখে। পরে খবর যায় বিএসএফ এবং পুলিশে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

রাণাঘাট পঞ্চায়েত প্রধানের স্বামী সম্রাট মন্ডল জানান, লাশটা একজন পুরুষের। তবে রনঘাট এলাকার কেউ মিসিং এ পর্যন্ত এমন কোন খবর তার কাছে নেই।

তবে এলাকাবাসীদেরও অনুমান লাশটা কোন বাংলাদেশীরই হতে পারে। সে কি অবৈধ অনুপ্রবেশ করতে যেয়ে জলে ডুবে মারা গেছে ? না তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরিস্কার হবে বলে প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *