উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের পুতুলিয়ায় অনুষ্ঠিত হল ইফকোর কৃষক সভা
নীরেশ ভৌমিক : গত ২৫ সেপ্টেম্বর উত্তর ২৪ জেলার বারাসাত-২ ব্লকের পুতুলিয়া গ্রামে দেশের অন্যতম প্রধান সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোম্পানির (IFFCO) এক উদ্যোগে এক কৃষক সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলেকার বিভিন্ন গ্রামের ৬০ জন কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন। এ দিনের কৃষি আলোচনা চক্রে ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার বিশিষ্ট সার ও কৃষি বিশেষজ্ঞ রীতেশ ঝা ছাড়াও উপস্থিত ছিলেন ইফকোর কলকাতা শাখার কৃষি সেবা প্রবন্ধক অজিত ভট্টাচার্য।
সমবেত কৃষকদের সামনে শ্রী ভট্টাচার্য এদিন ইফকোর যুগান্তকারী ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডি এপি (তরল) সারের আবিষ্কার গুনাগুন এবং জমিতে এই সারের ব্যবহারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং সেই সঙ্গে প্রয়োগ পদ্ধতি বিশদ ভাবে তুলে ধরেন।
এছাড়াও ইফকোর সাগরিকা, বায়ো ফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ ইত্যাদি সার ও কীটনাশক ব্যবহারেরপ্রযোজনীহাতা সম্পর্কে কৃষকদের অবহিত করেন কৃষি বিশেষজ্ঞ শ্রী ভট্টাচার্য। ইফকো আয়োজিত এদিনের কৃষক সভায় উপস্থিত কৃষিজীবী মানুষের মধ্যে সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।