উদযাপিত হল বাগদা ব্লক মার্কেটিং কো – অপারেটিভ সোসাইটি লিমিটেডের সুবর্ণজয়ন্তী বর্ষ- ২০২০
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : হেলেঞ্চাস্থিত কো – অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রাঙ্গনে সাড়ম্বরে উদযাপিত হল বাগদা ব্লক মার্কেটিং কো – অপারেটিভ সোসাইটি লিমিটেডের সুবর্ণজয়ন্তী বর্ষ- ২০২০। বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।
ব্লক মার্কেটিং কো – অপারেটিভ সোসাইটি লিমিটেড চত্তরে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে প্রদীপ প্রজ্জ্বলন ও সমবায়ের সাত রং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, বাগদার বিধায়ক বিশ্বজিত দাস।
মঞ্চে অতিথি বরন শেষে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যৌথ ভাবে বাগদার বিধায়ক বিশ্বজিত দাস, ওসি উৎপল সাহা, জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা, অর্চ্চনা বোস, পঞ্চায়েত সমিতির তরুন ঘোষ, মিহির বিশ্বাস, জাফর আলী প্রমূখ।
এছাড়াও এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আয়োজিত নাচ, গান, আলোচনা, স্মরনিকা প্রকাশ সহ জমজমাট অনুষ্ঠানে সম্মানীয় অতিথিগনের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি উৎপল সাহা, পরিতোষ কুমার সাহা, আৰ্চনা বোস, তরুন ঘোষ, জাফর আলী মন্ডল, অশোক বাড়ই, রাম চন্দ্র বোস,
দিলীপ ঘোষ, মিহির বিশ্বাস, চায়না বিশ্বাস, সরস্বতী মুন্ডা, রামেশ্বর বৈরাগী, মাধুরী সরকার, সাংবাদিক ও সাহিত্যিক নারায়ণ মণ্ডল প্রমূখ। আমন্ত্রিত অতিথি বৃন্দের সমবায়ী অভিনন্দন জানান শচীন বিশ্বাস, সঞ্জীব মন্ডল অনুপ ঘোষ ও সত্য চন্দ্র মোদক।