উন্নত চিকিৎসা ও গবেষণার লক্ষ্যে মৃত রক্ষিত দম্পতির মরণোত্তর চোখের কর্নিয়া ও দেহদানের অঙ্গীকারে এলেকার মানুষের শ্রদ্ধা জ্ঞাপন তাঁদের স্মরণ সভায়

নীরেশ ভৌমিক :- গত ২০ শে জুন আমাদের সকলের খুবই কাছের সবিতা রক্ষিত মহাশয়া আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি দেহত্যাগ করলেও তার পরিবারের সদস্যরা তাদের বাবা প্রয়াত পশুপতি নাথ রক্ষিতের মতই মায়ের দেহটাও আগুনে পুড়িয়ে শেষ করে দিতে চাননি। মরণোত্তর কালে মছলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চের সহযোগিতায় প্রভা আই ব্যাংকে কর্নিয়া দান করার পাশাপাশি কোলকাতা মেডিকেল কলেজে তার দেহটিও দান করে দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানের উন্নত গবেষণার লক্ষ্যে। একই পরিবারের দুজন ব্যক্তির এহেন চার জোড়া কর্নিয়া ও দুটি দেহদানের ব্যতিক্রমী ঘটনা এলাকার বিজ্ঞান আন্দোলনের অগ্রগতিতে একটা মাইলস্টোন হয়ে থাকল।

গত ৬ জুলাই গোবরডাঙ্গা রাখাল দাস স্মৃতি শিশু বিকাশ কেন্দ্রের কক্ষে শ্রীমতি সবিতা রক্ষিতের স্মরণ সভায় বহু মানুষের উপস্থিতিতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শুধু তাই নয় তাদের জীবদ্দশায় এই অঙ্গীকার করে যাবার যে ইতিবাচক মানসিকতা তাকে সকলেই শ্রদ্ধা জানান। পাশাপাশি পরবর্তী প্রজন্মের হাতে এই ভাবনার বীজ বপন করে যাওয়ার যে দৃষ্টান্ত তারা রেখেছেন তা নিয়ে স্মরণসভায় উপস্থিত প্রায় সকলেই সহমত পোষণ করে তাদেরকে অভিনন্দন জানান।

মরণোত্তর কর্নিয়া দান ও দেহদানের আন্দোলনে গোবরডাঙ্গা এলাকার যে ইতিবাচক পদক্ষেপ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই দানের মাত্রা কে আরো প্রসারিত করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য এই সভা থেকে আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত স্থানীয় পৌরপিতা সুভাষ দত্ত মহাশয়ের কাছে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আবেদন রাখা হয় যে আগামী দিনে মরণোত্তর চক্ষুদান ও দেহদান কারী ব্যক্তির দেহ হাসপাতালে নিয়ে যাওয়া বা নিয়ে আসার জন্য নূন্যতম খরচে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য। এছাড়াও শ্মশান ঘাটে এই ধরনের ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে ঘাট খরচ মুকুবের জন্য আবেদন রাখা হয়। স্মরণ সভায় শুধুমাত্র মরণোত্তর কর্নিয়া দান ও দেহদানের বিষয়ে আলোচনার পাশাপাশি অঙ্গদানের প্রসঙ্গও উঠে আসে । সাংবাদিক দেবাশীষ মন্ডল তার ভাইয়ের অঙ্গদানের প্রক্রিয়া ও তার অঙ্গ নিয়ে ছয় জন ব্যক্তির উপকৃত হওয়ার ঘটনা তুলে ধরেন সভার সামনে।

এছাড়াও এই স্মরণ সভায় পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের ইতিবাচক পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তাদের কাজের প্রসঙ্গও উঠে আসে। তাপস সরকারের যথোচিত সঞ্চালনা ও অরুন সিনহা, তপন বিশ্বাস, প্রদীপ রক্ষিত, কালিপদ সরকার, অরবিন্দ রায়, অরিন্দম দে প্রমুখের বিষয়োচিত বক্তব্য সভাকে সমৃদ্ধ করে। সরকারি ও সামাজিক নানা প্রতিবন্ধকতা থাকলেও আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে বলেই সভায় উপস্থিত সকলের বক্তব্যে প্রকাশ পায়। এদিন মছলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চের পক্ষ থেকে রক্ষিত পরিবারের হাতে শ্রীমতী রক্ষিত এর মরণোত্তর স্মারক সম্মাননা তুলে দেবার সাথেই ঐ পরিবারের পাঁচ জন সদস্যের দেহ দানের অঙ্গীকার এর আশ্বাস প্রদান করা হয় অদ্যকার স্মরণ সভায়।








