জেলার খবরশিক্ষা

উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ শিবির হল চাঁদপাড়ার নিরমা নিটিং সেন্টারে

নীরেশ ভৌমিক : রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ২০১৬ সাল থেকে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা দফতর। গত ৭ মার্চ চাঁদপাড়ার নিরমা নিটিং সেন্টারের ব্যবস্থাপনায় এক বিশেষ কারিগরি প্রশিক্ষণ শিবিরের সূচনা করে উৎকর্ষ বাংলা বিভাগ। ১৯৯২ সালে এলাকার অসহায় দরিদ্র পরিবারের মেয়ে, বউ এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান ও স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে উদ্যোগ’পতি ভারতী বিশ্বাস নিরমা নিটিং সেন্টার চালু করেন।

শ্রীমতি বিশ্বাসের ঐকান্তিক প্রয়াসে সেই সংস্থার বহু বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তাঁর অকাল প্রয়াণের পর তাঁর সুযোগ্য পুত্র অভিজিৎ এর আন্তরিক চেষ্টায় সেই প্রতিষ্ঠান আরও এগিয়ে চলেছে এবং এলাকার দরিদ্র পরিবারের ছেলে-মেয়ে ও গৃহবধূদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে।অভিজিৎ বাবুর এই প্রয়াসকে সার্থক করে তুলতে এগিয়ে এসেছে জেলার উৎকর্ষ বাংলা বিভাগ।

বৃহস্পতিবার প্রশিক্ষণ শিবিরে উপস্থিত জেলার প্রকল্প আধিকারিক সৌমেন চৌবে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হওয়ার বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেন। মিঃ চৌবে জানান, বিনা ব্যয়ে এই প্রশিক্ষণ নিয়ে স্বল্প সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে স্বনির্ভর হওয়ার সুযোগ রয়েছে।

প্রশিক্ষনে অংশগ্রহণকারী’গণ সরকার থেকে যাতায়াত খরচও পাবেন। রাজ্য সরকারের থেকেও অনুদান হিসেবে কিছু অর্থ মিলবে। বর্তমানে এখানে ফ্যাশন ডিজাইনার, গার্মেন্টস ইত্যাদি সহ নিটিং এর উপর প্রশিক্ষণ চলবে।মহিলাদের কন্ঠে বেদ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মঙ্গলদ্বীপ প্রোজ্জ্বলন করেন প্রকল্প আধিকারিক মিস্টার চৌবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ কামাল উদ্দিন, মধ্যমগ্রাম এপিসি কলেজের পরিচালক সমিতির সভাপতি ডঃ নিখিল চন্দ্র হালদার, এইচডিএফসি ব্যাংকের চাঁদপাড়া শাখার ম্যানেজার শৈবাল ব্যানার্জী, হাবড়া শ্রীচৈতন্য কলেজের অধ্যাপক সৈকত দত্ত, বিদ্যুৎ দফতরের বনগাঁর ডিভিশনাল ম্যানেজার ইমন চক্রবর্তী, ইঞ্জিনিয়ার অনিন্দ্য সাহা, গাইঘাটা ব্লকের আইডিও দেবাশিস দাস, চাঁদপাড়ার উপপ্রধান বৈশাখী বর, নিরমা নিটিং এর অভিভাবক অনিল টিকাদার, তপন বিশ্বাস, হারাধন কেনার ও শিক্ষক প্রদীপ বিশ্বাস প্রমূখ।

নিরমা নিটিং এর প্রাণপুরুষ অভিজিৎ টিকাদার সকলকে স্বাগত জানান এবং আয়োজিত প্রশিক্ষণের সাফল্য কামনা করেন। অভিজিৎ বাবু জানান, এখনো পর্যন্ত ৪০০ জনের মতো বেকার যুবক-যুবতী প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করেছেন। উপস্থিত সকলের মধ্যে এদিন বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *