জেলার খবরস্বাস্থ্য

এইডস্ প্রতিরোধে প্রচারাভিযান ঠাকুরনগর মাইম একাডেমীর

নীরেশ ভৌমিক : হেপাটাইটিস এর পর মারণ রোগ এইচআইভি এইডস রোগ দূরীকরণে উদ্যোগ গ্রহণ করেছে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ বসিরহাট মহাকুমার স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিক’গণ। একাজে লাগানো হয়েছে জেলার লোকশিল্পী ও সাংস্কৃতিক কর্মী’গণকে। ঠাকুরনগরের মাইম একাডেমী অফ কালচারের মূকাভিনয় শিল্পী’গণ প্রতিবছর স্বাস্থ্য দফতরের আহ্বানে বিভিন্ন রোগ

প্রতিরোধে গ্রামে-গঞ্জে মূকাভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষজনকে সচেতন করে থাকেন। মাইম একাডেমীর কর্ণধার চন্দ্রকান্ত শিরালী জানান, জন্ডিস রোগ দূরীকরণে প্রচারাভিযান এর পর বসিরহাট স্বাস্থ্য জেলার সম্পাদক তথা সিএমওএইচ এর আহ্বানে মারণ রোগ এইডস প্রতিরোধে প্রচারাভিযানে নেমেছেন।

বসিরহাট মহকুমার মিনাখা, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া এবং সন্দেশখালি ১ও ২ ব্লকে তাঁরা প্রচার কর্মসূচীতে অংশ নিচ্ছেন। ব্লকের হাট-বাজার, স্কুল খেয়াঘাট, বাস স্ট্যান্ড, রেলস্টেশন ইত্যাদি জনবহুল এলাকায় মূকাভিনয় এর মাধ্যমে এইডস রোগ প্রতিরোধে সাধারণ মানুষজনকে সচেতন এবং সেই সঙ্গে এই মারণ রোগ প্রতিরোধের প্রয়াস চালাচ্ছেন।

শ্রী শিরালী আরোও জানান, মূকাভিনয় এর মাধ্যমে গ্রাম-গঞ্জের মানুষের থেকে তারা ভালো সাড়াও পাচ্ছেন। আগামী ১৯ অক্টোবর অবধি বসিরহাট স্বাস্থ্য জেলার ৬ টি ব্লকে ৬ দিনে মোট ১২ টি মূকাভিনয়ের অনুষ্ঠান করবেন বলে সংস্থার সম্পাদক বিশিষ্ট মূকাভিনেতা শ্রী শিরালী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *