আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরশিক্ষাস্বাস্থ্য

এইডস সচেতনতা মূলক কর্মসূচী জেলা স্বাস্থ্য দফতরের

নীরেশ ভৌমিক : মারণ রোগ এইডস সম্পর্কে মানুষজনকে সচেতন করতে উদ্যোগী হয়েছে জেলার স্বাস্থ্য দফতর। মূকাভিনয় ও নাট্যাভিনেতাদের দিয়ে শহর ও গ্রামগঞ্জে সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে চলতি মাসের শুরু থেকেই।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় জেলার বনগাঁ, বারাসাত, বসিরহাট, ব্যারাকপুর এবং রাজারহাট এলাকাতেও মূকাভিনয়, যাদু প্রদর্শন, পুতুল নাটক ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্র, হাটবাজার, স্টেশন, লঞ্চঘাট, কোর্ট চত্বর, বাসট্যান্ড ইত্যাদি জনবহুল এলাকায় এইচআইভি/

এইডস রোগ সম্পর্কে গ্রাম গঞ্জের সাধারণ মানুষজনকে সচেতন করার কর্মসূচী নেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের আহ্বানে এই উদ্যোগে সামিল হয়েছে জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ঠাকুরনগর মাইম একাডেমী অফ কালচারের মুকাভিনয় শিল্পীগণ।

সংস্থার কর্ণধার বিশিষ্ট মুকাভিনেতা চন্দ্রকান্ত শিরালীর নির্দেশনায় সংস্থার মুকাভিনয় শিল্পীগণ গত ১২,১৫ ও ১৬ সেপ্টেম্বর গাইঘাটা ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও চিকনপাড়া গ্রামে, জেলা সদর বারাসাত স্টেশন প্রাঙ্গন ও কোর্ট চত্বর ছাড়াও মধ্যমগ্রাম ও দেগঙ্গা ব্লকের গঙ্গানগর,

দেওড়া ইত্যাদি ৬ টি স্থানে এইডস সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশন করে। প্রতিটি স্থানে বহু সাধারণ মানুষজনের উপস্থিতি চোখে পড়ে। সমবেত মানুষজন মারণ রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের এই মহতী কর্মসূচীকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *