বসিরহাটের ‘একটি প্রযোজনা’-এর নাট্য কর্মশালা
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : “থিয়েটার মানে জেগে থাকা, থিয়েটার মানে বেঁচে থাকা, থিয়েটার মানে নতুন স্বপ্ন, বুকের মধ্যে পুষে রাখা” হ্যাঁ, ঠিক থিয়েটারের স্বপ্নকেই বুকে নিয়ে একঝাঁক দামাল শিশু ও কিশোর দু’দিন ধরে মেতে থাকলো এক নাট্য কর্মশালায়।
আর এই থিয়েটারের বীজ বপনের আয়োজন করেছিল বসিরহাটের অন্যতম নাট্যদল ‘একটি প্রযোজনা’। গত ৩০ ও ৩১মার্চ ২০২৪ দু’দিন ধরে অনুষ্ঠিত হয় এই নাট্য কর্মশালা। ইমিটেশন অফ লাইফ, বসিরহাট বড় জিরাকপুর ও কলকাতা পূর্বাচলে দুটি পৃথক পৃথক স্থানে এটা মঞ্চস্থ হয়।
দু’দিনে প্রায় ৫০জন ছাত্রছাত্রী এই নাট্য কর্মশালায় অংশগ্রহণ করে। নাট্য প্রশিক্ষক হিসাবে ছিলেন বিশিষ্ট মুকাভিনেতা শিল্পী ও নির্দেশক রঞ্জিত অধিকারী, দিল্লী ন্যাশানাল স্কুল এফ ড্রামার থিয়েটার ইন এডুকেশন কোম্পানীর শিক্ষিকা ও অভিনেত্রী ঐন্দ্রিলা গোস্বামী, বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক তপন দাস, উক্ত সংস্থার নির্দেশক ও অভিনেত্রী সমাপ্তি ঘোষ এবং ভাস্কর পাল।
সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করা হয়, উত্তরীয়, স্মারক, ফুলের চারাগাছ ও মিষ্টিমুখের মাধ্যমে। দু’দিনের কর্মশালায় অভিনেতার আত্মপ্রস্তুতি, শারীরিক অনুশীলন, চরিত্র নির্মাণ, মুকাভিনয় কৌশল, কালারিপাইটু, থিয়েটার গেম, থিয়েটার শিক্ষা পদ্ধতি বিষয়ে খুঁটিনাটি শেখানো হয়। কর্মশালার শেষে দু’দিনে ছোটদের মোট চারটি নাটক প্রদর্শিত হয়।
বসিরহাট স্বপ্নসৃজনীর নাটক, ‘ছেলেবেলার স্বপ্ন’, টাকী আমরা অমলকান্তির নাটক, ‘বিবর্তন’, এবং আয়োজক নাট্য সংস্থা একটি প্রযোজনা দু’দিনে ‘মাস্টার জ্যাকের পাঠশালা’ এবং ‘ডানপিটে’ নাটক দুটি মঞ্চস্থ করে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন সঙ্গীত নাটক আকাদেমির সহায়তায় কর্মশালা শেষে প্রত্যেককে শংসাপত্র তুলে দেন প্রশিক্ষক ও আমন্ত্রিত বিশিষ্ট জনেরা।
থিয়েটারের স্বপ্নকে বুকে নিয়ে একঝাঁক দামাল শিশু ও কিশোর চৈত্রের তপ্ত দুপুরকে উপেক্ষা করে দুদিন ধরে নাট্য কর্মশালায় মজে থাকলো। কর্মশালায় অংশগ্রহণকারী বেশীরভাগই ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা আগামীদিনে থিয়েটার করতে আগ্রহ প্রকাশ করে এবং ‘একটি প্রযোজনার’ এই কর্মশালার উদ্যোগকে সাধুবাদ জানায়।
সংস্থার নির্দেশক সমাপ্তি ঘোষ জানান, তাঁরা প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিন হিসাবে পাঁচটি স্কুলে নিয়মিত নাট্য কর্মশালা করে আসছে বিগত দুবছর ধরে।আগামী বর্ষেও একটি প্রযোজনা প্রতি তিনমাস অন্তর ‘ইমিটেশন অফ লাইফ’ ও ‘অভিনয়ের হাতেখড়ি’ নামে পৃথক নাট্য কর্মশালার আয়োজন করবে বলে জানান সংস্থার কর্ণধার ভাস্কর পাল।