একদিকে অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দির প্রতিষ্ঠা ও তাঁর আগমনের আনন্দে উত্তাল ভারতবর্ষের জনগনের একটা বড় অংশ, অপর দিকে পশ্চিমবঙ্গে তৃনমুল কংগ্রেসের অসংখ্য নেতা-কর্মী-সমর্থকদের সংহতি পদযাত্রা
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল : আজ 22শে জানুয়ারী ভারত বর্ষের ইতিহাসের এক ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী হয়ে রইলো কোটি কোটি ভারতবাসী।
একদিকে অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দির প্রতিষ্ঠা ও তাঁর আগমনের আনন্দে উত্তাল ভারতবর্ষের জনগনের একটা বড় অংশ।
অপর দিকে তৃনমুল কংগ্রেস নেতৃত্ব বলছে ভগবান রাম সবার অথচ তাঁকে নিয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি।
এরই প্রতিবাদে তৃণমুল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রীতির মিছিল বা সংহতি পদযাত্রা হল রাজ্যের সর্ব্বত্র।
আজ পথে নেমে প্রতিবাদে সরব হল অসংখ্য তৃণমুল পন্থী নেতা-কর্মী-সমর্থকরা।