একদিনে ৯৭১ টি মামলার নিষ্পত্তি বনগাঁর লোক আদালতে
নীরেশ ভৌমিক: সারা দেশের সাথে গত ১৪ ডিসেম্বর বনগাঁ মহকুমা আদালতেও লোক আদালত বসে। বনগ্রাম মহকুমা আইনি পরিষেবা কমিটির সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী জানান, এদিন ৬টি বেঞ্চে মোট ৯৭১ টি মামলা নিষ্পত্তি হয়েছে।
মোটর ভিহিকেলস, বিদ্যুৎ ও টেলিফোন দপ্তর এবং ব্যাংকের অনাদায়ী ঋণ ইত্যাদি মামলার ফয়সালা থেকে ৪৫ লক্ষ টাকার মতো আদায় হয়েছে বলে মহাকুমা আইনি পরিষেবা কমিটির সম্পাদক অনিরুদ্ধ বাবু জানান।
মহাকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ ও মহাকুমা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান কল্লোল কুমার দাস এদিন বিভিন্ন বেঞ্চ ঘুরে ঘুরে বিচার প্রক্রিয়া পরিদর্শন করেন।
আদালতের বিচারপতি’গণ ছাড়াও কয়েকজন আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী’গণ এদিনের লোক আদালতে সহযোগী বিচারকের আসন অলংকৃত করেন।