রাজ্য

একযোগে বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম হল ইছামতি, হরিহরপুর, মধুপুর ও মশ্যমপুরে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজইছামতি বিওপি,  হরিহরপুর, মধুপুর ও মশ্যমপুরে একযোগে স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, স্থানীয় জন প্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সীমান্তের গরীব ও দুঃস্থ কৃষকদের সহযোগে বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের পক্ষ থেকে অনুষ্ঠিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম ২০২২-২৩।

ইছামতি বিওপি এলাকার অনুষ্ঠানটিতে বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের পদস্থ অফিসারদের সঙ্গে ছিলেন, সিন্দ্রানী জিপির প্রধান-সোমেন ঘোষ, দত্তপুলিয়া জিপির দীপক বিশ্বাস, নারায়ণপুর গ্রামের পঃ সদস্যা পুম্প দাস মন্ডল, শোভা পাল চৌধুরী, খয়রামারী-২ এর পঃ সদস্য

কেথু কুমার  মন্ডল, পুস্তিঘাটা গ্রামের পঃ সদস্য সোমেন ঘোষ, খয়রামারী এফ পি স্কুলের প্রধান শিক্ষক উত্তম মন্ডল, শিক্ষক-০৪জন, ছাত্র-৩০জন সহ মোট-৩৫জন। কমলাবাস এফপি স্কুলের প্রধান শিক্ষক কান্তি কাঞ্জি লাল এবং শিক্ষক-০৪জন, ছাত্র-২৬জন সহ মোট  ৩১জন।

বিশ্বজিৎ দত্ত প্রধান শিক্ষক নারায়ণপুর ও শিক্ষক-০২জন, ছাত্র-২৩জন সহ মোট-২৬ পুস্তিঘাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ অধিকারী ও শিক্ষক-০৩জন, ছাত্র-২১জন সহ মোট-২৫ জন।এবং গ্রামবাসী আনুমানিক ২০০জন সহ সর্ব্ব মোট-৩১৩ জন উপস্থিত ছিলেন। 

অপরদিকে মশ্যমপুর এফপি স্কুলে বিএসএফের এসি মিঃ দিগম্বরের নেতৃত্বে অনুষ্ঠিত সিভিক অ্যাকশন প্রোগ্রাম ২০২২-২৩ এ হরিহরপুর, মধুপুর ও মশ্যমপুরে প্রধান শিক্ষক তাপস কুমার রায় সহ ৬ জন পার্শ্ব শিক্ষক, অমরেশ পাল, সুলতা খাঁ সহ স্কুলের ছাত্র ছাত্রী সহ মশ্যমপুরের

পঃ সদস্যা সম্পা মন্ডল, পঃ সদস্যার স্বামী বিধান মন্ডল, হরিহরপুর পঃ সদস্যার স্বামী আমিন দফাদার, চাঁনপাড়ার পঃ সদস্য শরৎ দাস, তাপস দেবনাথ, গনেষ পাল, বিমল বাড়ুই প্রমূখ সহ পাশাপাশি ৩ গ্রামের অসংখ্য গ্রামবাসীদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করে বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়ন।

এর মধ্যে স্কুলের ছাত্র ছাত্রীদের দেওয়া হয়- স্কুল ব্যাগ, খাতা, কলম, ক্লিপ বোর্ড, পেন্সিল, জ্যামিতি বক্স, বেঞ্চ, টেবিল চেয়ার, ড্রয়িং বক্স, স্কেচ পেন, ইরেজার, শার্পনার, খেলার সামগ্রী – যেমন, ভলিবল ও নেট, ক্রিকেট ব্যাট ও বল, ক্রিকেট স্টাম্প, খেলার ড্রেস ইত্যাদি।

সীভান্তবর্তী গ্রামের কৃষকদেরকে দেওয়া হয় কৃষি বিষয়ক জিনিসপত্র যেমন- লোহার দা, কাচি, কোদাল, কোদেলের আছাড়, পাশনী, বৈদ্যুতিক স্প্রে মেশিন ইত্যাদি। ক্লাব গুলিকে প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের টেবিল, ক্যারাম বোর্ড, ভলিবল ও নেট, ক্রিকেট ব্যাট ও বল,

ক্রিকেট স্টাম্প, খেলার ড্রেস ইত্যাদি।দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয়, মশারী, এলইডি বাল্ব, ছাতা, প্রতিবন্ধিদের ব্যাবহারযোগ্য লাঠি, ট্রাইসাইকেল ইত্যাদি।সব মিলিয়ে এদিন কয়েক লক্ষ টাকার বিভিন্ন প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরন করে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *