জেলার খবর

গোবরডাঙ্গায় সাড়ম্বরে অনুষ্ঠিত খাঁটুরা চিত্তপটের জাতীয় নাট্যোৎসব

নীরেশ ভৌমিক: গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোবরডাঙ্গার পৌরটাউন হলে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত চিত্তপট নাট্যোৎসব-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোবরডাঙ্গার পৌরপ্রধান শংকর দত্ত।

শ্রী দত্ত এদিন নাট্যচর্চা ও প্রসারে চিত্তপট এর অভিভাবক স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব প্রদীপ রায়চৌধুরী ও সংস্থার পরিচালক শুভাশিস রায় চৌধুরীর (ঋজু) অবদান তুলে ধরে বক্তব্য রাখেন এবং সেই সঙ্গে নাটকের শহর গোবরডাঙ্গার নাট্য দলগুলোকে টাউনহলে নাটক মঞ্চস্থ করার আহ্বান জানান।

উদ্যোক্তারা এদিন জাতীয় স্তরের নাট্য ব্যক্তিত্ব আসাম প্রদেশের দয়ালকৃষ্ণ নাথকে কানাইলাল চৌধুরী স্মৃতি সম্মান, প্রখ্যাত নাট্যাভিনেতা মুরারি মুখোপাধ্যায়কে চিত্তপট সম্মান, বিশিষ্ট নৃত্যশিল্পী উমা ব্যানার্জী ও পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অমিত ব্যানার্জীকে চিত্তপট জীবনকৃতি সম্মান এবং বিশিষ্ট সাংবাদিক বিপ্লব কুমার ঘোষকে চিত্তপট সম্মানে ভূষিত করেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে নাট্য আন্দোলনের খাঁটুরা চিত্তপটের প্রাণপুরুষ শুভাশিস রায় চৌধুরী ও সংস্থার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকুল্যে এদিন শুরুতেই আসামের লাখিমপুরের অভিনব থিয়েটার মঞ্চস্থ করে তাদের মঞ্চ সফল নাটক ‘কড়বা সচ’। বিশিষ্ট নাট্য পরিচালক দয়াল কৃষ্ণনাথের নির্দেশনায় পরিবেশিত নাটকটি সমবেত দর্শক সাধারনের মনের মনিকোঠায় স্থান করে নেয়।

দ্বিতীয় নাটক দক্ষিণেশ্বর কোমল গান্ধার প্রযোজিত এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মুরারি মুখোপাধ্যায় নির্দেশিত সকলের ভাললাগার নাটক ‘মনোপ্যাথি’ উপস্থিত দর্শক মন্ডলীর প্রশংসা লাভ করে। সমবেত দর্শকগণ চিত্তপট আয়োজিত এদিনের নাট্যোৎসবে পরিবেশিত নাটকগুলি বেশ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *