জেলার খবর

এক বৃহত্তম কৃষক সম্মেলন অনুষ্ঠিত হল গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির পরিচালনায়

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ১৫ই জুন গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির পরিচালনায় এবং কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা (ক্রাইজ্যাফ), নীলগঞ্জ ব্যারাকপুর এর সহযোগিতায় মেদিয়া কিশোর সংঘ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক বৃহত্তম কৃষক সম্মেলন।

এই সম্মেলনে উত্তর ২৪ পরগনার বিভিন্ন ব্লকের থেকে প্রায় এক হাজার প্রান্তিক কৃষক অংশগ্রহণ করে। অধিবেশনে কৃষিকাজ সংক্রান্ত আলোচনা হয়। এই সম্মেলনে ক্রাইজ্যাফের পক্ষ থেকে কেন্দ্রীয় অধিকারীক ও কৃষি বিজ্ঞানীর একটি দল এই দিন উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় এই দলে উপস্থিত ছিলেন স্বপন কুমার দত্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, উপাচার্য বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়,

ফর্মার ডি.ডি.জি.(ক্রপ সাইন্স) আমি.সি.এ.আর, ড. এন.কে.সিংহ (ন্যাশনাল প্রফেসার) বি.পি.পাল,চেয়ারম্যান আই.সি.এ.আর.-এন.আই.পি.বি.,নিউ দিল্লি, ড.সাইন দাশ ফর্মার ডিরেকটর আই.সি.এ.আর.-এন.আই.পি.বি. নিউ দিল্লি, অধ্যাপক আর.কে.ঘোষ প্রাক্তন অধ্যাপক-অ্যাগ্রনমি, বি.সি.কৃ.বি.কল্যানী, ড.ভি.কে.বরণ’ওয়াল জাতীয় অধ্যাপক- প্ল্যান্ট প্যাথলজি

আই.সি.এ.আর.-এন.আই.পি.বি. নিউ দিল্লি, ভি.কে.ধনপুরী , ফর্মার অধ্যাপক এন্ড হেড – অ্যাগ্রনী ইকনামিকস , সি.এস.কে.এইচ.পি.কে.ভি. পালামপুর,হরিয়ানা, ড. সুব্রত সৎপতী আই/সি ডিভিশান অব ক্রপ প্রটেকশান, আই.সি.এ.আর. সি.আর.আই.জে.এ.এফ. প্রমূখ।

ক্রাইজ্যাফের পক্ষ থেকে আগত কেন্দ্রীয় অধিকারীকগণের দল প্রথমে গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির নিজস্ব ভবনে আসেন, সেখানে পুষ্প ও চন্দন দ্বারা তাদের বরন করে নেন সমিতির স্বেচ্ছাসেবিকারা, সেখানে উপস্থিত ছিলেন গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির সম্পাদক শ্রী গোবিন্দলাল মজুমদার , সভাপতি হিমাদ্রী গোমস্তা।

ক্রাইজ্যাফ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় তিরিশ জন মহিলা তাদের হাতের তৈরি পাট জাত দ্রব্য যেমন ব্যাগ, টেবিল ম্যাট, ওয়াল ম্যাট, ফাইল, বিভিন্ন মডেলের প্রদর্শনী করেন। কেন্দ্রীয় অধিকারীকেগন এই প্রদর্শনীশালা ঘুরে দেখেন ও এই কর্মশালায় উপস্থিত মহিলাদের সঙ্গে কথা বলেন। পরে একটি আলোচনা সভায় প্রশিক্ষিত এই সমস্ত মহিলাদের সঙ্গে আধিকারীকরা আলোচনায় বসেন।

সমিতির সম্পাদক শ্রী গোবিন্দলাল মজুমদার বলেন আমরা আগামী দিনে কয়েকটা কেন্দ্র তৈরি করা হবে সেখানে প্রশিক্ষিত মহিলারা একযোগে কাজ করতে পারবে। মহিলাদের পক্ষ থেকে উন্নত মেশিন ও নিকট প্রশিক্ষণ কেন্দ্রের অনুরোধ করা হয়। মধ্যাহ্ন ভোজনের পর আধিকারীকগন উপস্থিত হন কৃষক অধিবেশনে।

সেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। পুষ্প স্তবক, উত্তরীয় ও ছবি দিয়ে অতিথিবৃন্দকে বরন করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক দীপক কুমার দাঁ। সংস্থার সম্পাদক শ্রী গোবিন্দলাল মজুমদার দীপক বাবুকে সম্বর্ধনা জ্ঞাপন করেন।

এরপর সভায় উপস্থিত অধিকারীকেগণ একে একে তাদের বক্তব্য রাখেন। তাঁরা কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলেন উন্নত কৃষি পদ্ধতি জেনে বুঝে কাজ করতে হবে। উন্নত বীজ ও উন্নত কৃষি সহায়ক যন্ত্রপাতি ব্যবহার করে চাষ করতে হবে তবেই কৃষিতে উন্নতি আসবে। আর এই ব্যাপারে ক্রাইজফ সম্মূর্ণ সাহায্য করবে। অধ্যাপক আর.কে.ঘোষ বলেন বর্তমানে দুই জ্বলন্ত সমস্যা আমাদের সামনে উপস্থিত। এক উষ্ণায়ন।

প্রতি বছর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আর এর প্রধান কারণ গাছ কেটে ফেলা। অপর সমস্যাটি হল ভূগর্ভস্থ জল নিঃশ্বেষ হয়ে আসছে। অধ্যাপক ঘোষ অনুরোধ করেছেন গাছ কাটবেন না বরং গাছ বসানো এবং জলের অপচয় বন্ধ করুন। সম্মেলনের শেষার্ধে কয়েকজন কৃষক বন্ধুর হাতে, বর্ধমানের বুদবুদে শষ্য (বীজ) গবেষণাগারে তৈরি উন্নত স্বর্ণ ধানের বীজ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে মেদিয়া কিশোর সংঘ ক্লাবের মাঠে বৃক্ষ রোপণ করেন আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *