জেলার খবরস্বাস্থ্য

এক মাসের জন্য দুঃস্থ,গরীব ও সহায় সম্বলহীনদের জন্য ফ্রি চিকিৎসা এবং সবার জন্য ৫০% ছাড়ে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ফিজিওথেরাপীর ব্যবস্থা করলো বাগদার “বীরেন্দ্র-শৈল আরোগ্য নিকেতন”

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় দীপ্যমান সাহা : বাগদা, পুর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাগদার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক, গভঃ রেজিঃ বা.হো.মে.ফো সভাপতি উত্তম বাবুর বাড়ির চেম্বার, “বীরেন্দ্র-শৈল আরোগ্য নিকেতন”-এ শুরু হল এলাকার দুঃস্থ, গরীব ও সহায় সম্বলহীনদের জন্য ফ্রি চিকিৎসার ব্যাবস্থা।

সেই যাদের যথেষ্ট সামর্থ্য আছে তাদের জন্যও রয়েছে সকল চিকিৎসায় ৫০% ছাড়ের ব্যাবস্থা। ডাক্তার বাবু জানান, পুরো মে মাস অর্থাৎ চলতি মে মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই সুযোগ পাবে সকল প্রকার পেশেন্টগন। এই চেম্বার চলছে প্রতিদিন সকাল ৬টা থেকে সকার ১০টা পর্যন্ত।

রোগীদের চিকিৎসা পরিসেবায় নামীদামী কোম্পানীর হোমিওপ্যাথিক ওষুধের সাথে থাকছে অত্যাধুনিক মেশিনে ফিজিওথেরাপির ব্যাবস্থা। ভিড় এড়াতে 6295405537 এই নং-এ ফোন করে নাম লেখাতে পারেন। এখানে অত্যাধুনিক চিকিৎসা সহায়ক যন্ত্রের সহায়তায় ও উন্নত মানের হোমিও ঔষধ প্রয়োগের মাধ্যমে খুব দ্রুত মানব শরীরের যাবতীয় জটিল ও কঠিন রোগ নিরাময় করা হয়।

তাও খুবই কম খরচে। এছাড়াও সায়াটিকা, বাত, ব্যাথা, প্যারালাইসিস, ধুমপান ত্যাগ করানো, মেদ কমানো, কালো মানুষ পরিস্কার, হাঁপানী, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এলার্জি, নপুংশতা, যৌন অক্ষমতা, ব্রেইন ফ্যাগ (পাগল) চিকিৎসায় রয়েছে এক বিশেষ ব্যবস্থা।

ডাক্তার বাবুর বাড়ির চেম্বার “বীরেন্দ্র-শৈল আরোগ্য নিকেতন” এর পথ নির্দেশিকা :- বাগদা গ্রামীন হাসপাতাল সংলগ্ন পুরনো হাসতাতাল মাঠ, ছাত্র সংঘ ক্লাবের সামনে, কালী মন্দিরের পিছনে এবং বাগদা পুরনো বাজারের চেম্বার ” উৎস হোমিও ক্লিনিক” এর পথ নির্দেশিকা :- মশ্যমপুর রোড, পোষ্ট অফিসের নীচে, ইংলিশ কাউন্টারের সামনে। বাগদা উত্তর ২৪ পরগনা। পশ্চিমবঙ্গ।

এখানে রোগী দেখার সময় বেলা ১১টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত এবং বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। ডাক্তার বাবুর সাথে কথা বলতে 6295405537 এবং ম্যাসেজ করুন হোয়াটসঅ্যাপ নং 9474126112 তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *