এন.এস.এম অ্যাকাডেমির বসন্ত উৎসব হল হৃদয়পুরের ব্যানার্জি বাগানে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : গতকাল ব্যানার্জি বাগান, হৃদয়পুরে অনুষ্ঠিত হল এন.এস.এম অ্যাকাডেমির বসন্ত উৎসব। কিছু লুপ্ত প্রায় সংস্কৃতিকে সাথে নিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার সাথে সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় এই উৎসব।
সুপারি গাছের বেগোতে চড়ে বাচ্চাদের ঘুরতে নিয়ে যাওয়া আজ অতীত। বয়েস আর সময়কে দূরে রেখে ফিরিয়ে আনা হয় ৮০-৯০ দশকের অনাবিল আনন্দের উৎস এই শিশু বাহনকে। এর পরে শুরু হয় একক সঙ্গীতের অনুষ্ঠান।
সঙ্গীতে ছিলেন আস্মিতা দত্ত, দেবাদৃতা সরকার, অঙ্কিতা দত্ত, সুস্মিতা দাস, বিউটি সিং, শিশির দাস, নিশিকান্ত দাস, ডা: মনতোষ বিশ্বাস, প্রীতিকনা দাস, ডলি বিশ্বাস,সুনিতা রায়। বিশিষ্ট আমন্ত্রিত সঙ্গীত শিল্পীদের মধ্যে ছিলেন,
মৌসুমী সেনগুপ্ত, কৃষ্ণা মুখার্জি, রুম্না দত্ত মাইতি। একক তবলা লহড়ায় ছিলেন জয়ন্ত পোদ্দার। অনুষ্ঠানের সমাপ্তি হয় বিশিষ্ট সেতার শিল্পী নিমাই মুখার্জির সুরের মূর্চ্ছনায়। সমগ্র অনুষ্ঠানে তবলা সঙ্গতে ছিলেন খৌনিশ কীর্তনীয়া।
অনুষ্ঠানে দর্শক শ্রোতা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন অশোক রায়, সুনীতা রায় এবং অনিরুদ্ধ রায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এন,এস,এমের কর্ণধার গৌতম বিশ্বাস।