এবার বনগাঁ তৃনমুল সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হল শংকর আঢ়্য এবং সন্মান জনক পদে বাগদা পঞ্চায়েত সমিতির গোপা রায়, তরুন ঘোষ সহ বাগদার অনেকেই
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বনগাঁ সাংগঠনিক জেলা তৃনমুল কংগ্রেসের নতুন কমিটিতে সম্মানজনক দ্বায়িত্ব পেল বাগদা পঞ্চায়েত সমিতির গোপা রায়, তরুন ঘোষ, রাজা রামমোহন সরদার, গ্রাম পঞ্চায়েত থেকে নিখিল ঘোষ, সম্রাট মন্ডল, দীলিপ মন্ডারা।
দলের গাইড লাইন মেনেই এবার নতুন পুরনো এবং গ্রাম পঞ্চায়েত থেকেও কাজের বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। বাগদার কতিপয় নেতৃত্বের নাম বনগাঁ সাংগঠনিক জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করায় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের প্রশংসায় অনুগামীরা সোশাল মিডিয়া তোলপাড় করছে বলে জানা গেছে।
অপর দিকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদকের দ্বয়িত্ব দিয়ে পুনরায় তৃণমূলের সৈনিক শংকর বাবুর অভিজ্ঞতাকে সাংগঠনিক কাজে লাগানোর বিষয়টি সঠিক এবং ইতিবাচক বলে অভিমত শংকর আঢ্যের অনুগামীদেরও।