গ্রামের খবর

এস.সি, এস.টি মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার অন্যতম প্রতিষ্ঠান ‘বঙ্গ গিল্ড স্কিল ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটেড’

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে পরিচালিত এস.সি, এস.টি মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার অন্যতম প্রতিষ্ঠান ‘বঙ্গ গিল্ড স্কিল ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটেড’ এগিয়ে চলেছে অতি সুনামের সাথে বাগদার প্রান্তিক এলাকা সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পাথরিয়া গ্রামে। এটা প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে।

এখানে বিভিন্ন গ্রাম থেকে আসা এস. সি, এস.টি মহিলারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আবেদন করেন এবং পরবর্তী সময়ে এই সকল আবেদনকারীদের ডেকে নিয়ে তাদের ইচ্ছের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে যেমন টেলারিং, জুট ব্যাগ মেকিং, টয় মেকিং, নাইটি এবং কুর্তি অ্যাডভান্স ট্রেনিং করানো হয়।

ট্রেনিং এর শেষে তাদেরকে প্রদান করা হয় সার্টিফিকেট। সেই সাথে বিভাগ অনুযায়ী প্রশিক্ষন প্রাপ্তদের ব্যাবস্থা করা হয় স্টাইফেন প্রদানেরও। প্রশিক্ষন চলা কালে দূর দুরান্ত থেকে আসা পিছিয়ে পড়া মহিলাদের অনেক সময় টোটো বা অটো ভাড়াও দেয়া হয়। ট্রেনিং এর সময় বিভাগ অনুযায়ী ভিন্ন স্বাদের মধ্যাহ্নভোজন ও পিকনিকের আয়োজন করা হয়।

যে সকল মহিলারা ট্রেনিং শেষে নিজেরা কিভাবে মার্কেটিং করবে বা কিভাবে রোজগার হবে সেই বিষয়ে আলোচনা করে সুপরামর্শ প্রদান করা হয়। এছাড়া এই মহিলাদেরই হাতে তৈরি বিভিন্ন প্রোডাক্ট বিক্রির সুবিধার্থে একটি ‘বঙ্গ হাট’ মার্কেটিং জোন করা হয়েছে বলে সংস্থার ডিরেক্টর নিউটন বালা বলেন।

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে, পিছিয়ে পড়া মহিলা অথবা যারা সামান্য বিড়ি শ্রমিক তাদেরকে হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলা। পারফেক্ট টাইম নিউজ পোর্টাল প্রতিনিধির এক প্রশ্নের জবাবে সংস্থাটির ডিরেক্টর নিউটন বালা জানান, এখান থেকে কাজের ট্রেনিং নিয়ে প্রায় ৩০০ থেকে ৪০০ মহিলা নিজেরা স্বনির্ভর হয়েছে।

এছাড়াও তাদের সংস্থার রয়েছে নিজস্ব ওয়েবসাইট, রয়েছে অনলাইন মার্কেটিংয়ের সুবিধা, বিভিন্ন মেলায় থাকে তাদের নিজস্ব স্টল। তাদের এই সংস্থারই শাখা রয়েছে নৈহাটির পাশে কাকিনারা ও কৃষ্ণনগরের পাশে চিত্রশালীতে।

আগামী দিনে তাঁদের লক্ষ্য বাঁকুড়া, মেদিনীপুরের প্রান্তিক এলাকায় গিয়ে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *