জেলার খবরসর্ম্বধনা

ওকালতি জীবনের অর্ধশত বছর পূর্তিতে সংবর্ধনা আইনজীবী সুকমলেন্দু সাহাকে

নীরেশ ভৌমিক: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ ও আইন পাস করে ১৯৭৪ সাল থেকে বনগ্রাম মহকুমা আদালতে ওকালতি শুরু করেন সুকমলেন্দু সাহা। অচিরেই আইন ব্যবসায় শ্রী সাহার নাম মহাকুমার সীমানা ছাড়িয়ে সারা জেলায় ছড়িয়ে পড়ে।

বনগ্রাম মহাকুম আদালতের বর্ষীয়ান আইনজীবী ও যৌথ বারের সভাপতি সুকমলেন্দু সাহা ১৯৭৪ সালের গোড়াতেই আইন ব্যবসায় যোগ দেন। এবছর তার ওকালতি জীবনের ৫০ বছর পূর্ণ হল। শ্রী সাহার ওকালতি জীবনের দীর্ঘ অর্ধশত বৎসরকে স্মরণীয় করে রাখতে গত ৭ ফেব্রুয়ারি অল ইন্ডিয়া ল-ইয়ার্স অ্যাসোসিয়েশনের বনগাঁ শাখার পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

আদালতের বার এর কক্ষে মনোজ কুমার সাহার পৌরহিত্যে এবং সুকমলেন্দু বাবুর দীর্ঘদিনের সহকর্মী আইনজীবী অরূপ রায় চৌধুরী ও কৃষ্ণ ঘোষের আন্তরিক উদ্যোগে আয়োজিত এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী’গণের মধ্যে ছিলেন, শ্রী সাহার পেশাগত জীবনের দীর্ঘদিনের সাথী স্বপন মুখার্জী, কৃষ্ণ ঘোষ প্রমূখ। সতীর্থ আইনজীবী’গণ পুষ্পস্তবক, পেন ও স্মারক উপহারে তাদের প্রিয় শ্রদ্ধেয় আইনজীবী সুকমলেন্দু বাবুকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সেই সঙ্গে বসে আইনজীবী শ্রী সাহার ব্যবহার ও পেশাগত কাজের ভূয়সী প্রশংসা করেন। কলকাতা হাইকোর্টের স্বনাম খ্যাত আইনজীবী অরুণ প্রকাশ চ্যাটার্জী ও রাজ্য নেতৃত্ব বিমলেন্দুর দুধে ১৯৮০ সালে গণতান্ত্রিক আইনজীবী সংঘ প্রতিষ্ঠা করেন। সুকমলেন্দু বাবু ছিলেন সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম কমিটির কনভেনর। ওই বছর দেশের রাজধানী দিল্লীতে আইনজীবী সংঘের সর্বভারতীয় সম্মেলনে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সে সময়কার তরুণ আইনজীবী সুকমলেন্দু সাহা। পরবর্তীকালে শ্রী সাহা ১৮ বার রাজ্য সম্মেলনে যোগ দিয়েছেন। জমিদার-জোতদারদের বিরুদ্ধে সরকার পক্ষের হয়ে বনগাঁ মহাকুমা আদালতের বৃহত্তম মামলা লড়ে গাইঘাটার ডুমার বাওর মামলায় জয় লাভ করে এলাকার দরিদ্র মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা করেছিলেন লড়াকু আইনজীবী সুকমলেন্দু বাবু।

এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল আইনজীবী’গণ মহাকুমা আদালতের গর্ব বর্শিয়ান আইনজীবী শ্রী সাহার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন। চাঁদপাড়া ঢাকুরিয়া তরুণ দল তাদের ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালের বিশিষ্ট সদস্য বর্ষিয়ান আইনজীবী সুকমলেন্দু সাহার ওকালতি জীবনের গৌরবময় ৫০ বৎসরকে স্মরণীয় করে রাখতে ক্লাবের আসন্ন বার্ষিক অনুষ্ঠানে তাদের প্রিয় ও শ্রদ্ধেয় অ্যাডভোকেট শ্রী সাহাকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপনের পরিকল্পনা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *