ওয়ার্ক অর্ডার পেয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে দেরী করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পরিতোষ কুমার সাহার
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার দীপ্যমান সাহার সাথে ক্যামেরায় গৌরব কর্মকার : দীর্ঘদিন ধরে বয়রা থেকে বনগাঁ যাবার রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। রাস্তাটির বিভিন্ন জায়গায় পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপুর্ন হয়ে দাঁড়িয়েছে।
একাধিক দুর্ঘটনার খবরে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে রাস্তাটি দ্রুত সংস্কার হোক। জানা গেছে বাগদা পূর্ব ব্লক তৃনমুলের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা ইতিমধ্যেই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি অবহিত করেছেন। জানা গেছে, রাস্তাটি সংস্কার করবার জন্য, মাস তিনেক আগে অর্থাৎ গত ৬ ই ডিসেম্বর দায়িত্ব প্রাপ্ত এজেন্সিকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে।
কিন্তু উক্ত এজেন্সিকে বার বার তাগিদ দেওয়ার সত্ত্বেও অদ্যাবধি, তাঁরা মেরামতের কাজ শুরু করেনি।এমতাবস্থায় বিপদের সম্মুখীন হওয়া পথচলতি সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবার উদ্যোগী হলেন তৃনমুল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য বাবু পরিতোষ কুমার সাহা।দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিতে চিঠি লিখলেন বনগাঁ মহাকুমা পিডব্লিউডির অ্যাসিষ্টেন্স্ ইঞ্জিনিয়ারের কাছে।