জেলার খবরবিনোদন

কবিগুরু রবীন্দ্রনাথ ও কবি বিনয় মজুমদার স্মরণ ঠাকুরনগরে

নীরেশ ভৌমিক : গত ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন ও কবি বিনয় মজুমদার সাধারণ গ্রন্থাগারের প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে উদযাপন করে কবি বিনয় মজুমদার সাধারণ গ্রন্থাগার ও কবি বিভাগ মজুমদার স্মৃতি রক্ষা কমিটির সদস্য’গণ।

এদিন সকালেই কবিদ্বয়ের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত কবিদ্বয়ের অনুরাগী’গণ। কবিগুরুর জন্মদিন ও কবি বিনয় মজুমদার নামাঙ্কিত গ্রন্থাগারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর আয়োজিত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছিল বসে আঁকো প্রতিযোগিতা, অপরাহ্ণে কবি সম্মেলন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত ছাত্র-ছাত্রীরা সংগীত, নৃত্য আবৃত্তি ও কথায়-কবিতায় কবিদ্বয়কে স্মরণ করেন ও শ্রদ্ধা জানান। ঠাকুরনগর কলাভূমির কর্ণধার কৃষ্ণ বনিক এর পরিচালনায় নৃত্য শিল্পীদের নৃত্যানুষ্ঠান, এরপর ঠাকুরনগর বর্ণমালার প্রাণপুরুষ

ইন্দ্রনীল ঘোষের পরিচালনায় সংস্থার শিল্পীদের সংগীত ও নৃত্যের অনুষ্ঠান এবং সবশেষে ঠাকুরনগরের অন্যতম নাট্য দল অনুরঞ্জন এর কচি-কাঁচা শিক্ষার্থী’গণ পরিবেশিত রবি ঠাকুরের কাহিনী অবলম্বনে ‘বিয়ে বাড়ির ভোজ’ নাটকটি উপস্থিত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে।

প্রতিষ্ঠানের অন্যতম সদস্য বৈদ্যনাথ দলপতি শিবেন মজুমদার, দীপক বালা, সূর্যকান্ত সরকার এবং অন্যতম সংগঠক ও অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক মিত্র প্রমুখ ও সদস্য’গণের আন্তরিক উদ্যোগে অনুষ্ঠিত এদিনের সমগ্র অনুষ্ঠান সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *