কবিতীর্থ সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠান হল বিশ্ব কবির জন্মদিনে
নীরেশ ভৌমিক : গত ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিনে প্রকাশিত হয় বিশিষ্ট কবি ও সাহিত্যিক বরুণ হালদার সম্পাদিত সাহিত্য পত্রিকা কবিতীর্থ।
৮ই মে কবিগুরুর জন্মজয়ন্তীর দিন মধ্যাহ্নে কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে বরুন হালদার প্রণীত কবিতীর্থ সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন স্বনামধন্য কবি আরণ্যক বোস।
ছিলেন বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী, জয়দীপ চট্টোপাধ্যায়, পরাশর বন্দ্যোপাধ্যায়, উৎপল কুমার ধারা প্রমূখ স্বনামধন্য কবি- সাহিত্যিকগণ। কবিতীর্থের পক্ষে সভাপতি নীলাচল চট্টরাজ ও সম্পাদক বরুন হালদার উপস্থিত সকলকে স্বাগত জানান। সকলকে পুষ্প স্তবকে বরণ করে নেন উদ্যোক্তারা।
কবিগুরুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ্ব কবির জন্মদিনে কবিতীর্থ সাহিত্য পত্রিকার প্রকাশের বিষয়টিকে সাধুবাদ জানান।
বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইতি হালদারের কন্ঠে কবি বরুণ হালদারের লেখা শ্রদ্ধাঞ্জলী সমবেত সকলকে মুগ্ধ করে। বিভিন্ন জেলা থেকে আগত কবি-সাহিত্যিকগণ স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠে অংশ নেন। অন্যতম উদ্যোক্তা বরুন বাবু সকলকে প্রকাশিত পত্রিকা ও শংসাপত্র প্রদানে শুভেচ্ছা জানান।
বহু প্রথিতযশা কবি সাহিত্যিকের লেখায় সমৃদ্ধ গ্রন্থটি সকলের প্রশংসা লাভ করে। বহু কবি- সাহিত্যিকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে এদিনের কবিতীর্থ পত্রিকার প্রকাশ অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।