গোবরডাঙ্গায় অনুষ্ঠিত হল কবি প্রণাম ও গুণীজন সম্বর্ধনা
নীরেশ ভৌমিক : বিগত বছরের ন্যায় এবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী মহাসমারোহে উদযাপন করে গোবরডাঙ্গার নবগঠিত সাংস্কৃতিক সংস্থা রবিকর রেখা’র সদস্য’গণ।
গত ১১ মে মধ্যাহ্নে গোবরডাঙ্গার গবেষণা পরিষৎ এর সভাকক্ষে অনুষ্ঠিত বিশ্ব কবির ১৬৪ তম জন্মোৎসবে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, কবি লালমোহন বিশ্বাস ও বীথিকা বিশ্বাস, ডঃ সুনীল বিশ্বাস, সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী, সমাজকর্মী গোবিন্দলাল মজুমদার প্রমূখ।
অন্যতম সংগঠক স্বপন কুমার বালা উপস্থিত সকলকে স্বাগত জানান। উদ্যোক্তারা সকল বিশিষ্টজনদের বরণ করে নেন।গবেষণা পরিষদের প্রাণপুরুষ দীপক কুমার দাঁ সমবেত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বহুমুখী প্রতিভার অধিকারী,
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, কর্ম এবং তার জীবন দর্শনের উপর আলোকপাত করে ভাষণ দান করেন এবং সেই সঙ্গে উপস্থিত ছাত্র-ছাত্রী সহ সকলকে কবির বিভিন্ন রচনা পাঠ করার আহ্বান জানান। কবির বিভিন্ন সৃষ্টির উল্লেখ করে মনোজ্ঞ বক্তব্য রাখেন বিশিষ্ট কবি লালমোহন বিশ্বাস।
রবিকর রেখার পক্ষ থেকে এদিন গুণীজন সংবর্ধনায় বর্ষিয়ান সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর, বিশিষ্ট কবি অর্চনা দে বিশ্বাস এবং স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব প্রতাপচন্দ্র সেনকে উত্তরীয়, মানপত্র, মিষ্টি ও স্মারক উপহারের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্যোক্তাদের এই মহতী উদ্যোগ’কে সাধুবাদ জানান।বিশিষ্ট কবি প্রবীর হালদারের কন্ঠে কবিগুরুর সংগীতের মধ্য দিয়ে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
উপস্থিত ছাত্র-ছাত্রী সহ রবীন্দ্র প্রেমী মানুষজন সংগীত আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। সংগীত, আবৃত্তি ও কথায় কবিতায় রবিকর রেখা আয়োজিত এদিনের কবি বন্দনার অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।