রাজনৈতিক দলের খবর।

কমিউনিস্ট পার্টি (মার্কঃ) বাগদা এরিয়া কমিটির ডেপুটেশন বাগদা বিডিও অফিসে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে তারক বিশ্বাস : আজ বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কঃ) বাগদা এরিয়া কমিটির নেতা কর্মীরা মিছিল সহকারে বাগদা বিডিও অফিসে এসে বিডিও অফিসের ২নং গেটের সামনের রাস্তায় এক পথসভা করে এবং দলীয় ৭ জন প্রতিনিধি তিন দফা দাবীর ভিত্তিতে বিডিও সাহেবকে ডেপুটেশন দেয়।

দাবী গুলির মধ্যে ছিল ১ ) প্রধান মন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের সর্বতালিকা প্রকাশ্যে আনতে হবে। ২) MGNRGA এর বকেয়া টাকা দিতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে। ৩) বর্ধিক্য ও বিধবা ভাতা ষাট উর্ধদের অবশ্যই দিতে হবে।

এছাড়াও পথসভা থেকে পার্টির জেলা নেতা কমঃ সুনিল কর, কমঃ সুশান্ত চক্রবর্তী, কমঃ কবিতা হালদার, কমঃ পরিতোষ দত্ত, রাতুল তরফদার, সজল ভদ্রো প্রমূখ নেত্রবৃন্দের বক্তব্যে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, প্রধান মন্ত্রী আবাস যোজনার তালিকায় ব্যাপক দুর্নিতী ও দলবাজী হয়েছে।

প্রকৃত উপভোক্তাদের(কাঁচাবাড়ী ) নাম তালিকায় ওঠেনি। অন্যদিকে পাকাবাড়ি, ইতি মধ্যে যারা ঘর পেয়েছেন তাদের নাম উক্ত তালিকায় রয়েছে। তৃদের দাবী উক্ত তালিকা বাতিল করে প্রকৃত উপভোক্তাদের ঘর দেওয়া হোক।

তারা বিডিও সাহেবের উদ্দেশ্যে আরও বলেন, জনপ্রতিনিধি ও সরকারী কর্মচারীদের একাংশ নিয়ে একটি চক্র গড়ে উঠেছে। তদন্ত করে এই চক্রকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *