করোনার বাড়াবাড়ি নতুন বছরের শুরুতেই লকডাউনে রাজ্য
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার দীপ্যমান সাহা : করোনার বাড়াবাড়িই নতুন বছরের শুরুতে রাজ্যেকে আবারও লকডাউনে যেতে বাধ্য করলো। আগামীকাল থেকেই রাজ্যবাসীকে মেনে চলতে হবে একগুচ্ছ বিধিনিষেধ। বিধিনিষেধের আওতায় আনা হয়েছে, স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি ও বেসরকারি অফিস চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে। সেলুন, স্পা, জিম, পার্লার বন্ধ থাকবে। বন্ধ থাকবে চিড়িয়াখানা থেকে শুরু করে প্রতিটি দর্শনীয় স্থান।
৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে শপিং মল, থিয়েটার সিনেমা হল, রেস্তোরা ও বার তবে রাত ১০টার উর্ধ্বে নয়। শুধু মাত্র ২০০ লোক নিয়ে করা যেতে পারে যে কোনো সভা। বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবে না। লোকাল ট্রেন চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে এবং সন্ধ্যা ৭ টার পর বন্ধ থাকবে সকল লোকাল ট্রেন। এছাড়াও কড়া বিধি নিষেধ আরোপ করা হয়েছে রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পরিবহনে যাতায়াত করার ক্ষেত্রে। দুয়ারে সরকার পিছিয়ে গেল ফেব্রুয়ারীতে। বিমান চলাচলের ক্ষেত্রে থাকছে কড়া বিধিনিষেধ।