কলকাতা পুরসভা নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি পেল তৃণমূল

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : কলকাতা পুরসভা নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতে তৃণমূল কংগ্রেসের বিজয়ে রীতিমতো চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে বিরোধীদের কপালে।

৭২শতাংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কলকাতা পুরসভার বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস এই আনন্দে মাতোয়ারা কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থকরা। বিগত পুরসভা নির্বাচনে কলকাতায় তৃণমূলের ভোটবাক্সে ছিল ৫০.৬ শতাংশ ভোট।

যদিও বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট কিছুটা বেড়ে ৫৭.৫৫ শতাংশে দাড়িয়েছিল। কিন্তু এবারে তা বেড়ে একেবারে ৭২ শতাংশে ঠেকবে এমনটা প্রত্যাশা মনে হয় সংশ্লিষ্ট প্রার্থীদেরও ছিল না। ভোটারদের চালচলনে এবারের নির্বাচনে যে তৃনমুলের বিজয় হবে সেটা এক প্রকার নিশ্চিত ছিল নেতৃত্ব। যেন হৃদয় উজাড় করে জোড়া ফুলকে দু’হাত ভরে আশীর্বাদ করেছে কলকাতার মানুষ।

ইতিপূর্বেও একাধিক বার তৃনমুল কংগ্রেসকে আশীর্বাদ করেছে কলকাতার মানুষ কিন্তু এবার সৃষ্টি হল নতুন রেকর্ড। জোড়া ফুল শিবিরের তৃণমূল স্তরের নেতৃত্বের প্রত্যশা, এই নতুন রেকর্ডই হয়তো দিল্লির মসনদ দখলের দিশা হবে তৃনমুল কংগ্রেসের।







