আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অন্যান্য।জানা ও অজানাপোষ্যরাজ্যস্বাস্থ্য

কুকুরের রক্তদান !!

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : এক কুকুরের রক্তে বাঁচলো আরেক কুকুরের প্রান। ঘটনা কলকাতার। ডোবারম্যান “লিওর” প্রাণ বাঁচাতে রক্ত দিল গোল্ডেন রিট্রিভার “কোকো”। ১০ মাস বয়সী লিও রক্তের রোগে আক্রান্ত। হিমোগ্লোবিন কাল 3এ নেমেছিল। জরুরী ভিত্তিতে রক্ত দেওয়া দরকার ছিল। রক্ত দিল কোকো। কোকো ঋষিকান্ত মুখোপাধ্যায়ের ১০ বছর বয়সী ফিমেল গোল্ডেন রিট্রিভার। কাল রক্ত পেয়ে লিও একটু ভালো। এরপর ডায়ালিসিস, কেমোথেরাপি হবার কথা।

গোটা চিকিৎসা চলছে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে, ডাঃ প্রতীপ চক্রবর্তীর নেতৃত্বে। রয়েছেন অন্যান্য চিকিৎসক ও কর্মীরা। পোষ্যদের চিকিৎসার আধুনিক সব যন্ত্র বসিয়েছেন প্রতীপ বাবু। কিছুদিন আগে এটির এক শাখারও উদ্বোধন হয়েছে বলে জানা গেছে। সেই ইউনিটেই এত জটিল চিকিৎসা পরিষেবা দিচ্ছে, জেনে পোষ্যপ্রেমীরা রীতিমত মহাখুশি। প্রতীপ বাবু এবং তার টিমকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেক পোষ্য প্রেমীরা। সেই সাথে কোকোকে আদর এবং লিওর দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন তাঁরা। (কৃতজ্ঞতা -f. b)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *