কুলপির চাকুন্দাবেরিয়ায় ইফকোর কৃষকসভা
নীরেশ ভৌমিক : দক্ষিণ ২৪ পরগনা জেলার ফুলপি ব্লকের চাকুন্দা বেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় গত ৯ সেপ্টেম্বর এক কৃষক সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিনের কৃষি আলোচনা চক্রে এলেকার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক উপস্থিত হন। সভায় ভারতবর্ষের অন্যতম প্রধান সার প্রস্তুতকারী সংস্থা ইফকোর (IFFCO) জেলা ফিল্ড ম্যানেজার মিঃ রীতেশ ঝা উপস্থিত ছিলেন।
ইফকোর প্রতিনিধি কৃষি বিশেষজ মিঃ ঝা এদিন সমবেত কৃষিজীবী মানুষ জনের সামনে ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডি, এ,পি (তরল) সারের গুণমান এবং ব্যবহারের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন।
সেই সঙ্গে মিঃ ঝা ইফকোর তৈরি সাগরিকা, প্রাকৃতিক পটাশ, বায়োফার্টিলাইজার সহ ফসলের উপযোগী বিভিন্ন কীটনাশকের ব্যাপারেও আলোকপাত করেন। এদিনের কৃষি বিষয়ক আলোচনা চক্রে উপস্থিত কৃষকগণের মধ্যে বিস্তর আগ্রহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।