কেন্দ্রীয় সরকার কত্তৃক ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস, কীটনাশক সার, মানুষের জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাগদা পূর্ব ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ওমর ফারুককের সাথে ক্যামেরায় ইয়াদ আলী মন্ডল : কেন্দ্রীয় সরকার কত্তৃক ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস, কীটনাশক সার, মানুষের জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে
বাগদা পূর্ব ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বাগদা পুরাতন বাজার ও নতুন বাজারের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুরনো বাজারে এক সান্ধ্যকালীন পথসভা অনুষ্ঠিত হয়।
এই মিছিল ও পথ সভায় বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নেতৃত্ব রতন ঘোষ, বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা, ব্লক যুব নেতা কিংকর মন্ডল, তৃনমুল কংগ্রেস নেতা সাধন বাগচী, কৃষ্ণপদ দাস, শুক্লা মন্ডল, সজল রায়, বয়রার পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল, বাগদার পঞ্চায়েত প্রধান অঞ্জলি রায়, আষাঢ়ুর পঞ্চায়েত প্রধান স্বরসতী মুন্ডা, তৃনমুল কংগ্রেস নেতৃত্ব গনেষ ঘোষ সহ বাগদা, বয়রা, রণঘাট ও আষাঢ়ু অঞ্চল তৃনমুল কংগ্রেসের অসংখ্য নেতা কর্মীরা।
প্রতিবাদ মিছিলকারীরা গ্যাস সিলিন্ডার বাঁশে বেধে, মটর সাইকেল ভ্যানে তুলে, গরুর গাড়ি চালিয়ে এবং গরুর গোবরের মশাল কাঁধে নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে অভিনব পন্থায় দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদ জানায়।