কেন্দ্রীয় সরকারের গ্যাস ও পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল বাগদা বাজারে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় সরকারের গ্যাস ও পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাগদা বাজারে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় গত ২৯শে মার্চ বিকালে। জানা গেছে, তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্বের নির্দেশক্রমে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য বাবু পরিতোষ কুমার সাহা
ও বাগদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কিংকর মন্ডলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ মিছিলে তৃণমূল কংগ্রেস ও বিভিন্ন অংগ সংগঠনের আঞ্চলিক নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিতোষ কুমার সাহা, কিংকর মন্ডল, সঞ্জিত সর্দার, বিষ্ণু বিশ্বাস, গনেষ ঘোষ, অঞ্জলি রায়, সরস্বতী মুন্ডা, গনেষ রায়, শুক্লা মন্ডল, সাধন বাগচী, স্বপন সিকদার, সজল রায়, দিলীপ মুন্ডা প্রমুখ।