কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাগদার নতুন বাজারের SBI ব্যাংকের CSP অর্পিতা অধিকারী স্বামী সন্তান সহ উধাও

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :- বাগদার নতুন বাজারে অবস্থিত SBI ব্যাংকের শাখা অর্থাৎ CSP ভোলানাথ অধিকারীর মেয়ে অর্পিতা অধিকারী গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে বলে শোরগোল শুরু হয়েছে। আজ সকালে সরেজমিন তদন্তে দেখা গেল অসংখ্য গ্রাহকের চোখের জলে পথ পিচ্ছিল হচ্ছে। ঘটনাটা জানাজানি হতেই ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশকে দেখে কান্নায় ভেঙে পড়ে অসংখ্য মহিলা গ্রাহক।

গ্রাহকদের দাবী ব্যাংক থেকে তুলে নেওয়া তাদের প্রচুর টাকা আজ না কাল দেওয়া হবে, আবার ফিক্সড ডিপোজিট করার অধিকার CSP অর্পিতা অধিকারীর না থাকলেও শুধুমাত্র সরল বিশ্বাসে ওনার কাছে থেকে প্রচুর গ্রাহক লক্ষ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে প্রতারিত হয়েছে বলে জানা গেছে। যদিও উক্ত গ্রাহকেরা ফিক্সড ডিপোজিটের কোন পেপার অদ্যাবধি হাতে পায়নি। গ্রাহকদের আরও অভিযোগ তাদের নগত টাকার প্রয়োজন হওয়ায় ব্যাংক থেকে কাগজপত্রে টাকা তুলেছেন ঠিকই কিন্ত ক্যাশ হাতে পায়নি আজও।

ভুক্তভোগী গ্রাহক কোলা গ্রামের মীরা অধিকারী জানান, দু’দিন আগে বই চালু থাকলেও CSP অর্পিতা অধিকারী পালাতেই একাউন্টে ২ লাখ ৮৪ হাজার থাকার সত্ত্বেও বই বন্ধ, লতিকা অধিকারীর ১ লাখ ১১ হাজার, শোভা রানী বিশ্বাসের সরকারী ঘরের ৬০ হাজার উধাও, অমল বাইনের তোলা ৪১ হাজার উধাও, একই ভাবে মমতাজ মন্ডলের ৩০ হাজার উধাও,

CSP শাখাতে টাকা ফিক্সড করার অনুমতি না থাকলেও CSP অর্পিতা অধিকারী ও তার স্বামী অমিত মণ্ডল সবজী ব্যবসায়ী রনজিত বিশ্বাসের নামে ৩ লাখ টাকার মিথ্যা ফিক্সড ডিপোজিট করার নাটক করে প্রতারিত করেছে, এমনি ভাবে এই শাখা থেকে অসংখ্য মানুষ প্রতারিত হয়ে পাগল প্রায়। দিন আনা দিন খাওয়া মানুষের কান্না আর আহাজারিতে শোকের আবহাওয়া বিরাজ করতে শুরু করেছে।

এই খবর বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দারের কর্নগোচর হতেই ছুটে আসেন ঘটনাস্থলে। তিনি অন ক্যামেরা বলেন, SBI ব্যাংকের CSP অর্পিতা অধিকারী ও তার স্বামী অমিত মণ্ডল গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে এটা সত্য। গরীব মানুষ কান্নায় ভেঙে পড়েছে।

তাদেরকে পুলিশ দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের দাবী জানান। এবং গরীব মানুষগুলো যাতে তাদের প্রাপ্য টাকা ফেরত পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রাহক করে। এ ব্যাপারে উক্ত শাখার গ্রাহকেরা লিখিত ভাবে বাগদা থানাকে জানাবে বলে জানা গেছে।








