জেলার খবরধর্মীয় খবর।

খাঁটুরা চিত্তপট এর রাখি উৎসব

নীরেশ ভৌমিক : গত ৩১শে আগস্ট ২০২৩ খাঁটুরা চিত্তপট উদযাপন করল রাখি বন্ধন উৎসব। ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছলে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করবে। ফলত তৎকালীন সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম আকার ধারন করে।

ব্রিটিশ সরকারের এই বিরূপ সিদ্ধান্ত বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে একত্রিত হওয়ার আহ্বান করেছিলেন। এই সংহতির কথা মাথায় রেখেই চিত্তপট নাট্য সংস্থা প্রতিবছরই রাখি বন্ধন উৎসব পালন করে। এবছর গোবরডাঙ্গা স্টেশন রোডে পথ চলতি সকল মানুষকে রাখি পরিয়ে এক পবিত্র বন্ধনে আবদ্ধ করল তারা।

তাদের এই উদ্যোগের প্রতি সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। এই উৎসব উদযাপনে অংশ নেন চিত্তপটের পক্ষ থেকে বাণী রায়চৌধুরী, অরুন্ধতী চ্যাটার্জী, দেবযানী গাঙ্গুলী, শঙ্খদীপ রায়চৌধুরী, সুরজিৎ হালদার, পৃথ্বীরাজ রায়চৌধুরী, অদ্রিজা গাঙ্গুলী, সন্দীপ হালদার, তপন রায়চৌধুরী, কাকলি সেন, শুভাশিস রায়চৌধুরী প্রমুখ।

চিত্তপটের পক্ষ থেকে শুভাশিস জানান ‘মানুষে মানুষে বিভেদ মুছে এই কঠিন সময়ে দাঁড়িয়ে যদি সমাজের সব শ্রেণীর, জাতির, বর্ণের মানুষকে একতার সুরে বাঁধতে কিছু মাত্র সক্ষম হই তাহলে বুঝব আমাদের এই প্রয়াস সার্থক হয়েছে এবং আগামীতে আমরা এমন ভাবেই রাখি বন্ধন উৎসব পালন করব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *