গাইঘাটায় ছাত্রীদের সাইকেল প্রদান
নীরেশ ভৌমিক : গত ১২ ডিসেম্বর গাইঘাটা ব্লকে স্কুল পড়ুয়া মেয়েদের সাইকেল প্রদান করা হয়। এদিন মধ্যাহ্নে উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেল প্রদান অনুষ্ঠানের অনুষ্ঠানিক সূচনা করার পরেই সারা রাজ্যের সাথে গাইঘাটা ব্লকেও সাইকেল প্রদান শুরু হয়।
এদিন ব্লকের ঠাকুরনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর কয়েকজন ছাত্রীর হাতে কয়েকটি সাইকেল তুলে দিয়ে কর্মসূচীর সূচনা করেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি।
ছিলেন সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ অঞ্জনা বৈদ্য ও ব্লকের সমাজ কল্যাণ আধিকারিক বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। বিশ্বজিত বাবু জানান,
এদিন ঠাকুরনগর বালিকা বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছে। নতুন বছরের (২০২৪) প্রাক্কালে নতুন সাইকেল পেয়ে অতিশয় খুশি স্কুল ছাত্রীরা।