জেলার খবররাজনৈতিক দলের খবর।

গাইঘাটায় তৃণমূলের সংহতি যাত্রায় দারুন সাড়া

নীরেশ ভৌমিক : গত ২২ জানুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে সারা রাজ্যের সংহতি ও সম্প্রীতি মিছিল সংঘটিত করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীগণ। এদিন শহর কলকাতায় সম্প্রীতি মিছিল করেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাহ্ণে গাইঘাটা ব্লকের চাঁদপাড়ায় সংহতি মিছিল করে তৃণমূল নেতা ও কর্মীগণ।

দলের গাইঘাটা ব্লক ২ এর সভাপতি শ্যামল বিশ্বাসের আহ্বানে ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সমর্থকগণ চাঁদপাড়ায় দলীয় কার্যালয়ে এসে সংহতি ও সম্প্রীতি মিছিলে অংশ নেন। সহস্রাধিক মানুষের এক বর্ণাঢ্য মিছিল জাতীয় সড়ক যশোর রোড ধরে এসে চাঁদপাড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে মহিলাদের ব্যাপক উপস্থিতি সকলের নজর কাড়ে।

মিছিলের পুরোভাগে ছিলেন দলের বর্ষিয়ার নেতা ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোবিন্দ দাস, স্থানীয় জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্লক সভাপতি বাপী হাজরা, পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, কর্মাধ্যক্ষ অঞ্জনা বৈদ্য ও ব্লক সভাপতি শ্যামল বিশ্বাস প্রমূখ। ফ্লেক্স, ফেস্টুন, প্লাকার্ড এবং দলীয় পতাকা ও স্লোগানে তৃণমূলের এদিনের সংহতি যাত্রা এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *