গাইঘাটায় তৃর্ণমূলের বিজয়া সম্মেলন
নীরেশ ভৌমিকঃ গাইঘাটা ব্লকের ঝাউডাঙা অঞ্চলের সবাইপুর হাইস্কুল প্রাঙ্গনে গত ১০ নভেম্বর সাড়ম্বরে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের গাইঘাটা ব্লক-২ কমিটি আয়োজিত বিজয়া সম্মেলন। ব্লক কমিটির সভাপতি শিক্ষক শ্যামল কুমার বিশ্বাসের আহ্বানে ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থক’গণ আয়োজিত বিজয়া সম্মেলনে যোগ দেন।
শ্রী বিশ্বাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের বিজয়া সম্মেলনে দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক বিশ্বজিৎ দাস, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভপতি ইলা বাকচি, সহ-সভাপতি গোবিন্দ দাস, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস ও অজিত সাহা।
ছিলেন দিলীয় প্রধান আন্না বিশ্বাস (অধিকারী) ডুমার অঞ্চল প্রধান ছন্দা সরকার, চাঁদপাড়া জিপির প্রধান দীপক দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, বাপী দাস, অঞ্জনা বৈদ্য, নিরুপম রায়, বিধান বর্মন ও দলনেতা নরোত্তম বিশ্বাস প্রমুখ। দলীয় নেতা-কর্মীগন উপস্থিত সকল নেতৃবৃন্দকে উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন।
বিশিষ্ট বক্তাগন তাঁদের বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি, মূল্যবৃদ্ধি ইত্যাদির কঠোর সমালোচনা করেন এবং সেই সঙ্গে আসন্ন লোকসভা (২০২৪) নির্বাচনে বনগাঁ লোকসভা সহ রাজ্যের দিকে দিকে তৃণমূল প্রার্থীদেরকে জয়যুক্ত করার আহ্বান জানান। উদ্যোক্তারা এদিন অঞ্চলের ৫ জন করে প্রবীন ব্যক্তিকে অন্যায়ের সাথে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। সভায় উপস্থিত সকলকে মিষ্টি মুখে আপ্যায়ন করা হয়।
ঝাউডাঙা প্রধান আন্নাদেবী, উপ প্রধান সমীর বিশ্বাস, দলনেতা আশিস ঘোষ, সমীর মজুমদার ও সমীর হালদার সহ অঞ্চলের সকল নেতা-কর্মীগণের আন্তরিক উদ্দ্যোগে এ দিনের সমস্ত কর্মসূচী সার্থকতা লাভ করে।