গাইঘাটায় দুটি সমবায়ে ইফকোর কৃষি আলোচনা চক্র ও কম্বল প্রদান
নীরেশ ভৌমিকঃ ভারতবর্ষের অন্যতম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান- ফার্মার্স ফার্টিলাইজার কোম্পানী (IFFCO) লিঃ এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় গত ৯ ফেব্রুয়ারি একই দিনে দুটি কৃষক সভা অনুষ্ঠিত হল গাইঘাটা ব্লকে। দুটি সভাতেই দুস্থ কৃষকদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
এদিন মধ্যান্হে জেলা তথা রাজ্যের সেরা জাতীয় পুরস্কারে ভূষিত গাইঘাটার সুটিয়া অঞ্চলের মধুসূদনকাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাগৃহে আয়োজিত এক সভায় ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার মিঃ রীতেশ ঝার উদ্যোগে ও ব্যবস্থাপনায় এলাকার দুস্থ- অসহায় মানুষজনের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
সমিতির সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক বর্ষিয়ান কালিপদ সরকার ও সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী- দেবাশিস বিশ্বাস উপস্থিত দরিদ্র মানুষজনের হাতে কম্বল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
অন্যদিকে এদিনই গাইঘাটার ইছাপুর-২ অঞ্চলের বড়া গ্রাম্য সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও ইফকোর উদ্যোগ এবং সমিতির ব্যবস্থাপনায় এলাকার অসহায় মানুষজনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতের মরশুমে শীত বস্ত্র কম্বল পেয়ে অতিশয় খুশি গ্রামের অসহায় মানুষজন।
দুটি সভাতেই উপস্থিত এলাকার কৃষিজীবী মানুষ- – জনের সামনে ইফকোর প্রতিনিধি মি: ঝা ইফাকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া, ন্যানো ডি.এপি. (তরল সার) এবং সেই সঙ্গে সাগরিকা, বায়োফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ সহ ইফকোর বিভিন্ন সার ও কীটনাশকের গুনাগুন এবং প্রয়োগ পদ্ধতি সম্বন্ধে সমবেত মানুষজনের সামনে তুলে ধরেন এবং ইফকোর সার ব্যবহার করার আহ্বান জানান।