গাইঘাটায় পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিকে সংবর্ধনা কর্মচারী ফেডারেশনের
নীরেশ ভৌমিকঃ গাইঘাটা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি ইলা বাগচি ও সহকারি সভাপতি গোবিন্দ দাসকে সংবর্ধনা জানালো ব্লকের কর্মচারীবৃন্দ।
গত ১ সেপ্টেম্বর অপরাহ্নে ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর সদস্যগণ সভাপতির কক্ষেই এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতি ও সহ-সভাপতির হাতে পুষ্পস্তবক উত্তরীয় ও মিষ্টি প্রদানে শ্রদ্ধা ও বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য অজয় দত্ত সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মী ও আধিকারিকগণ। কর্মচারী সংগঠনের ব্লক সভাপতি সমাজ কল্যান আধিকারিক বিশ্বজিৎ ঘোষ সভাপতির হাতে পুষ্পস্তবক তুলে দেন।
অন্যান্য বিশিষ্ট কর্মীবৃন্দের মধ্যে ছিলেন, অনুপ বিশ্বাস, সৌমেন্দ্র নাথ মণ্ডল, কল্লোল রায় ও বিদিশা ঘোষ প্রমুখ। নেতৃবৃন্দ বিগত দিনে বিভিন্ন সমস্যায় সমিতির সভাপতি ও সহ-সভাপতির নিকট থেকে সাহায্য-সহানুভূতি পাবার কথা ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি শ্রীমতী- বাগচি ও সহ-সভাপতি গোবিন্দবাবু বলেন, ব্লকের কর্মী ও আধিকারিক সকলের সহযোগিতাতেই ব্লকের সার্বিক উন্নয়ন করা সম্ভব। এ ব্যাপারে সকলকে সচেষ্ট থাকতে হবে। কর্মী সংগঠনের সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন,
সংবর্ধনা দিতে আমাদের একটু দেরি হয়েছে, এজন্য আমরা আন্তরিক দুঃখিত । তবে সমিতি পুরোপুরি গঠিত হয়ে গেলে আমরা বড় করে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবো।