গাইঘাটায় সাড়ম্বরে অনুষ্ঠিত নমঃশূদ্র লোক সংস্কৃতি উৎসব

নীরেশ ভৌমিক : গত ২৫ এপ্রিল গাইঘাটা ব্লকে মহাসমারোহে অনুষ্ঠিত হল নমঃশূদ্র লোক সংস্কৃতি উৎসব। এদিন মধ্যাহ্নে ব্লকের নব নির্মিত কৃষ্টি মুক্ত মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে ‘বাংলার বায়ু, বাংলার জল’ রাজ্য সংগীতে গলা মেলান। সেই সঙ্গে মঞ্চে রাখা স্বাধীন ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর, যোগেন্দ্র নাথ মন্ডল ও গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুজয় মণ্ডল ও সোমা মালাকার। হরি বন্দনা শেষে নমঃশূদ্র জাগরণী কবিতা পাঠ করে শোনান বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক আশিস কান্তি হীরা। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচির পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের সম্মেলনে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,

রাজ্যসভার সাংসদ মতুয়া মাতা মমতা বালা ঠাকুর, জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস, অধ্যক্ষ ডঃ স্বপন সরকার, সংগঠনের অন্যতম কর্ণধার ভজহরি রায়, মিঠুন রায়, পিনাকী বিশ্বাস, বিবেক ঢালী মতুয়া ভক্ত নরোত্তম বিশ্বাস, বিশ্বজিৎ দাস,

ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অজয় দত্ত, কর্মাধ্যক্ষ নিরুপম রায়, মধুসূদন সিংহ এবং গোবরডাঙ্গার পৌর প্রধান শঙ্কর দত্ত সহ আরো অনেকে। উলুধ্বনি ও কাঁসর, ঘন্টা ও ডঙ্কা নিনাদে সকলকে শুভেচ্ছা জানান সম্মেলনে আগত নমঃশূদ্র সম্প্রদায়ের মহিলারা।

গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার ও অন্যতম উদ্যোক্তা সুভাষ রায় সমবেত সকলকে স্বাগত জানান। সদস্য’গণ সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় (গামছা) ও স্মারক উপহারে বরণ করে নেন। স্বাগত ভাষণে বিডিও নীলাদ্রি বাবু বলেন, এই সম্মেলন ও উৎসবের উদ্দেশ্য হলো নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষজনের সংস্কৃতিকে তুলে ধরা।

অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে পিছিয়ে পড়া সমাজের মানুষের কল্যাণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঐকান্তিক ইচ্ছায় সারা রাজ্য জুড়ে এই লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মমতা ঠাকুর, বিশ্বজিৎ দাস, শংকর দত্ত প্রমূখ বিশিষ্টজন মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষজনকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানান।

পরিশেষে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বাবু বলেন, মুখ্যমন্ত্রীর আগ্রহে সারা রাজ্য জুড়েই মতুয়া ও নমঃশূদ্রদের কল্যাণে কাজ চলছে। আগামীতে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে এই গাইঘাটা ব্লকে বড় করে সাংস্কৃতিক সম্মেলন ও উৎসবের আয়োজন করা হবে।

সবশেষে পরিবেশিত মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও সুভাষ রায় রচিত ও নির্দেশিত নাটিকা ‘আলোর ঠাকুর গুরুচাঁদ’ সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর প্রশংসা লাভ করে। নানা অনুষ্ঠান ও বহু বিশিষ্টজনের সমাগমে এদিনের অনুষ্ঠিত নমঃশূদ্র লোক সংস্কৃতি উৎসব বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। এদিনের সম্মেলনে উপস্থিত নমঃশূদ্র ও মতুয়া সম্প্রদায়ের মানুষজনের মধ্যে সম্মেলনকে ঘিরে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।









