গাইঘাটার ঝাউডাঙ্গা প্রাথমিকের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র বিশ্বাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : শিক্ষাব্রতী শ্রেয়া মন্ডলের কন্ঠে ‘অঞ্জলি লহমোর’ সংগীতের মধ্য দিয়ে গত ৩০ জুন মধ্যাহ্নে মহাসমারোহে শুরু হয় গাইঘাটা পূর্বচক্রের ঝাউডাঙ্গা কলোনী আরপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র বিশ্বাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থী’গণ আয়োজিত এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ঝাউডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিরঞ্জন রায়, পার্শ্ববর্তী সবাইপুর হাই স্কুলের প্রধান শিক্ষক রবিদাস কবিরাজ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুশীল রায়, উজ্জ্বল নাথ,

শিক্ষানুরাগী অসীম বিশ্বাস, রঞ্জিত বিশ্বাস, ডাঃ শ্যামসুন্দর উপাধ্যায়, শিক্ষাবন্ধু মিলন সাহা ও বিদায়ী শিক্ষক প্রভাস বাবুর জামাতা বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রহ্লাদ অধিকারী, গ্রামবাসী মনোরঞ্জন ঘোষ, কৃষ্ণ গাইন, ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও গ্রাম শিক্ষা কমিটির চেয়ারম্যান ঝুনু মজুমদার প্রমূখ।

বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক প্রভাস বাবুর দীর্ঘ ১৫ বছরের সহকর্মী শিক্ষক শিক্ষিকা ও কচিকাঁচা শিক্ষার্থীগণ অশ্রুসজল নেত্রে ও নানা উপহারের তাদের প্রিয় এবং শ্রদ্ধেয় প্রধান শিক্ষক প্রভাস বাবুকে বিদায় অর্ঘ্য নিবেদন করেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণও পুষ্পস্তবক ও নানা উপহার প্রদানে বিদায়ী শিক্ষক শ্রী বিশ্বাসের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিদ্যালয়ে রান্নার কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, বন্ধন ব্যাংকের স্থানীয় শাখা প্রবন্ধক, স্বাস্থ্যকর্মীগণও বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রভাস স্যারকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। স্বাস্থ্যকর্মী সোনালী দাস বিদায় শিক্ষকের হাতে আঁকা প্রতিকৃতি তার হাতে তুলে দিয়ে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে উপস্থিত সকলেই বিদায়ী শিক্ষক প্রভাষ বাবুর অবসর জীবনের সুখ শান্তি ও সুস্থতা কামনা করেন।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ও এসে তাদের শিক্ষাজীবনের প্রিয় স্যারকে শ্রদ্ধা জানান। বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা সঙ্গীত নৃত্য এবং কথায় কবিতায় বিদায়ী শিক্ষক প্রভাষ বাবুকে শ্রদ্ধা জানান। প্রাঞ্জল ভাষায় মনোজ্ঞ ভাষণ দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শোভন মন্ডল।

বিদ্যালয়ের ছাত্রী পৌলমী বৈরাগীর কন্ঠে কবিতা আবৃত্তি, তৃতীয় শ্রেণীর ছাত্রী সমৃদ্ধা ঘোষের গাওয়া মনোজ্ঞ সংগীত ও প্রাক্তন ছাত্রী সায়ন্তী হালদারের গাওয়া গান সকলকে মুগ্ধ করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মদ্যোগী শিক্ষক বিপ্লব মজুমদারের সুচারু পরিচালনায় দায়িত্বশীল বিদায়ী প্রধান শিক্ষক প্রভাষ বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।








