গাইঘাটার ডুমা সমবায়ে অনুষ্ঠিত হল কৃষক সভা
নীরেশ ডেউসিক : গত ১৫ ডিসেম্বর গাইঘাটা ব্লকের ডুমা অঞ্চলের ডুমা এস এল প্রাইমারী কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি- লিমিটেড এর ব্যবস্থাপনায় এক কৃষক সভা অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের বৃহত্তম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোম্পানি (IFFCO) এর
উদ্যোগে অনুষ্ঠিত এদিনের কৃষক সভায় ৫২ জন কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন। সভায় ইফকোর জেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ডসানেজার এবং বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ রীতেশ ঝা ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া এবং সাগরিকা, বায়ো মাইক্রোনিউট্রিয়েন্স
ডিএপি (তরল), বায়ো ফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ এবং ইত্যাদি সার ও কীটনাশক ব্যবহারের গুরুত্ব কৃষক উপস্থিত কৃষকদের সামনে তুলে ধরেন। সার বিশেষজ্ঞ মিঃ ঝা জানান, ন্যানো ডি এ পি তরল ব্যবহারে ভালো ফলন পাওয়া যায়। এতে খরচ ও কম পড়ে।
ডি. এ পি জলে গুলে সকালে বা বিকেলের দিকের হাল্কা বোদের সময় ব্যবহার করলে ভালো সুফল পাওয়া যায়। ন্যানো, বায়োফার্টিলাইজার ও ন্যাচারাল পটাশ সার জমি ও ফসলের খুবই উপকার করে বলে কৃষি বিশেষজ্ঞ রীতেশ জী জানান। এদিনের কৃষক সভায় উপস্থিত গাইঘাটার ডুমা অঞ্চলের কৃষিজীবী মানুষজনের মধ্যে বেশ উৎসাহ- ও আগ্রহ পরিলক্ষিত হয়।