গাইঘাটার তেঁতুলবেড়িয়া এফপি স্কুলে শিশু ও খাদ্য মেলা

নীরেশ ভৌমিক : গাইঘাটা চক্রের রামনগর অঞ্চলের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে গত ৫ ফেব্রুয়ারি মহাসমারোহে অনুষ্ঠিত হলো শিশু শিক্ষার্থীদের খাদ্য মেলা। এদিন বিদ্যালয় প্রাঙ্গণ রঙিন বেলুন ও ফুল-মালায় সাজানো হয়।

ছোট-ছোট পড়ুয়ারা তাদের অভিভাবক’গণের সহযোগিতায় রঙ-বেরঙের বড় ছাতার নিচে নানা খাদ্য সামগ্রীর স্টল সাজিয়ে বসে। পিঠে-পুলি, পাটি সাপটা, লুচি, আলুর দম, ঘুগনি, ফুচকা, ঝালমুড়ি ইত্যাদি খাদ্য সামগ্রীর স্টলে বেশ ভিড় চোখে পড়ে।

মেলায় বিদ্যালয়ের সংলগ্ন তেঁতুলবেড়িয়া সুনীতি একাডেমী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের মানুষজনেরও যথেষ্ট উপস্থিতি চোখে পড়ে। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরতি খাঁ, উপ-প্রধান বাসুদেব ঘোষ,

শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজকর্মী তপন মুখোপাধ্যায়, অভিমন্যু রায়, সাংবাদিক তপন মন্ডল প্রমূখ। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকগণও অনুষ্ঠানে উপস্থিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তপতী বিশ্বাস (মণ্ডল) সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

বিদ্যালয় অঙ্গনের মুক্তমঞ্চে কচি-কাঁচা শিক্ষার্থীরা সংগীত আবৃত্তি নৃত্য ও নৃত্যনাট্য পরিবেশন করে। সাম্প্রদায়িক সম্প্রীতির উপর পড়ুয়া’গণ পরিবেশিত মূকাভিনয় সমবেত দর্শকগণের উচ্চসিত প্রশংসা লাভ করে।

বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুকুমারমতি পড়ুয়াদের অন্তর্নিহিত সুপ্ত গুণাবলী ও প্রতিভার বিকাশ সাধনে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলা সুস্থ-সংস্কৃতির এবং এই ধরনের মেলা ও অনুষ্ঠানের যথেষ্ট গুরুত্ব রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর পাল, মধুসূদন ঘোষ, প্রসেনজিৎ দাস ও শিক্ষিকা পূরবী তালুকদারের ঐকান্তিক প্রয়াসে আয়োজিত এদিনের মেলা ও সমগ্র অনুষ্ঠানে এলাকায় বেশ সাড়া ফেলে।







