গাইঘাটার দীঘা সুকান্ত পল্লি এফ. পি স্কুলের প্রতিষ্ঠা দিবসে ফুটবল প্রতিযোগিতা
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, গাইঘাটা পূর্ব চক্রের দীঘা সুকান্তপল্লি এফ. পি স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ এক আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
গত ১৬ই মার্চ চাঁদপাড়া স্টেশন পার্শস্থ সোনালী সঙ্ঘ ময়দানে অনুষ্ঠিত চক্রের চারটি স্কুলের খেলোয়াড়রা অংশ নেয়। চাঁদপাড়া অঞ্চলের চাঁদপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিমুলিয়া পাড়া এফ. পি স্কুল এবং ডুমা অঞ্চলের ছেকাঠি এফ. পি স্কুল ছাড়াও আয়োজক দীঘা সুকান্তপল্লি এফ. পি স্কুল ও এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতায় নামে।
এদিনের টুর্নামেন্টে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য চিন্ময় ভক্ত, সোনালী সঙ্ঘ ক্লাবর সভাপতি অনুপ সেনগুপ্ত, চাঁদপাড়া ক্রে.জি গ্রুপের সম্পাদক লিটন বিশ্বাস, শিক্ষক নেতৃত্ব স্বপন পাঠক, বিপ্লব সাধন বোস ও ছেকাঠি এফ. পি স্কুলের প্রধানা শিক্ষিকা ইলারানী মন্ডল সহ বিভিন্ন স্কুলের শিক্ষক -শিক্ষিকা গণ।
দীঘা সুকান্তপল্লি এফ. পি স্কুলের টিচার ইনচার্জ বাসুদেব বিশ্বাস উপস্থিত সকলকে স্বাগত জানান।শিক্ষিকা রঞ্জিতা বোস (দেবনাথ) ও শিক্ষক ইন্দ্রনীল মুখার্জী বিশিষ্টজনদের পুস্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্টজনেরা সকলেই খেলাধূলার প্রসারে দীঘা সুকান্তপল্লি এফ. পি স্কুলের এই মহতী উদ্যোগের ভূয়ষী প্রশংসা করে বক্তব্য রাখেন।
অপরাহ্ন এ অনুষ্ঠিত ফাইনাল খেলায় ছেকাঠি এফ. পি স্কুল দীঘা সুকান্তপল্লি এফ. পি স্কুলকে ৩-০ গোলে পরাস্ত করে টুর্নামেন্টের সেরার শিরোপা অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের অধিনায়কদের হাতে দর্শনীয় ট্রফি তুলে দেওয়া হয়।
ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার পান যথাক্রমে অপূর্ব বিশ্বাস ও প্রান্ত দাস।খেলা পরিচালনায় ছিলেন রাজীব মোহন্ত। স্থানীয় বহু ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে এদিনের টুর্নামেন্ট সার্থকতা লাভ করে।