গাইঘাটার নাইগাছিতে ইফকোর কৃষক সভা

নীরেশ ভৌমিক : ভারতবর্ষের ঐতিহ্যবাহী সারপ্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ সোসাইটি লিঃ (IFFCO) এর উদ্যোগে এক কৃষক সভা অনুষ্ঠিত হল গাইঘাটার নাইগাছি গ্রামে।

সভায় গ্রামের ৪০ জন কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন। সভায় ইফকোর জেলার ক্ষেত্র প্রবন্ধক মিঃ রীতেশ ঝা সমবেত কৃষকদের সামনে-ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও

ন্যানো ডিএপি (তরল) সারের গুনমান এবং এই সার জমি ও ফসলে ব্যবহারের পদ্ধতি বিস্তারিত ভাবে তুলে ধরেন। সেই সঙ্গে ইফকোর উল্লেখযোগ্য সার সাগরিকা,

বায়োফার্টিলাইজার, প্রাকৃতিক পটাশ এবং বিভিন্ন কীটনাশকের ব্যবহারের বিষয়ে ও আলোকপাত করেন। এদিনের কৃষক সভায় উপস্থিত গ্রামবাসী কৃষকদের মধ্যে সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।









