আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউন্নয়নের খবরউৎসবরাজ্যশারদ

গাইঘাটার পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় বানভাসীদের পূজা পরিক্রমা

নীরেশ ভৌমিক:ব্লকের সুটিয়া,রামনগর ইত্যাদি এলাকার বন্যা দুর্গত মানুষজনের হাতে পুজো উপলক্ষে নতুন বস্ত্র ও পোষাক তুলে দেবার পর ওইসব এলাকার অসহায় মানুষজনকে দুর্গা প্রতিমা দেখানোর ব্যবস্থা করে গাইঘাটা থানার পুলিশ প্রশাসন।

গাইঘাটা থানার কর্মর্দ্যোগী ওসি রাখহরি ঘোষের উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর মহাষ্টমীর পূণ্য দিনে বাসে করে থানা এলাকার বন্যাদুর্গত কয়েকজনকে দুর্গা প্রতিমা দেখাতে নিয়ে যাওয়া হয়।গাইঘাটা,চাঁদপাড়া হয়ে মহকুমা শহর বনগাঁর উল্লেখযোগ্য ও দর্শনীয় প্রতিমা ও পূজামণ্ডপগুলি সকলকে ঘুরিয়ে দেখান গাইঘাটা থানার পুলিশ কর্মীগন।

দর্শনার্থীদের মধ্যে মহিলা ও শিশু ছাড়া দু একজন প্রতিবন্ধী ও ছিলেন।থানার পুলিশকর্মীগন সকলকে যত্ন সহকরে প্রতিমা মন্ডপ ঘুরিয়ে দেখান।প্রতিমা দেখার পাশাপাশি সকলের জন্য ছিল টিফিনের ব্যবস্থাও।পুলিশ কর্মীদের আন্তরিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় একদিনে অনেকগুলো প্রতিমা ও সুসজ্জিত পুজো মন্ডপ দেখে অতিশয় খুশি থানা এলাকার বন্যাদুর্গত অসহায় মানুষজন।

পূজা পরিক্রমায় অংশ নেওয়া ব্যক্তিগণ সহ এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন গাইঘাটা থানার ওসি সহ পুলিশকর্মীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *