গাইঘাটার বাংলানী সমবায়ের বার্ষিক সাধারণ সভায় ইফকোর কৃষি আলোচনা চক্র
নীরেশ ভৌমিকঃ ২৭ সেপ্টেম্বর গাইঘাটা ব্লকের বাংলানি সমবায় কৃষি উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এক কৃষি ও সার বিষয়ক আলোচনা চক্রের আযোজন করে, ভারতবর্ষের ঐতিহ্যবাহী সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিঃ (IFFCO) কর্তৃপক্ষ। বাংলানি সমবায় সমিতি আয়োজিত এদিনের সভায় ১০০ জন কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন।
সভায় ইফকোর জেলা ফিল্ড ম্যানেজার রীতেশ ঝা ছাড়াও উপস্থিত ছিলেন, ইফকোর জেনারেল বডির অন্যতম সদস্য প্রতিনিধি ভবসিদ্ধ বিশ্বাস। সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত কৃষকদের সামনে বিশিষ্ট কৃষি ও সার বিশেষঞ্জ মিঃ ঝা ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সারের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং প্রয়োগ পদ্ধতি বিষদে ব্যাক্ত করেন। সেই সঙ্গে ইফকোর সাগরিকা ও বায়োফার্টিলাইজারের ব্যবহার সম্পর্কেও সমবেত কৃষকদের সামনে তুলে ধরেন।
সমিতির পক্ষ থেকে এদিন সভায় উপস্থিত কৃষকদের, মধ্যে ৩০০ বোতল ন্যানো ইউরিয়া বিনামূল্যে বিতরণ করা হয়। বার্ষিক সভায় উপস্থিত কৃষকগনও ফসলের অত্যন্ত প্রয়োজনীয় ন্যানো ইউরিয়া সার বিনামূল্যে পেয়ে যার-পর-নাই সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সভায় ইফাকোর এই কৃষি বিষয়ক আলোচনাকে ঘিরে, উপস্থিত কৃষিজীবী মানুষজনের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।