গাইঘাটার মধুসূদন কাটিতে ইফকোর উদ্যোগে কৃষক সভা ও কৃষকদের সাথে নিয়ে ক্ষেত পরিদর্শন ইফকোর জেলা ফিল্ড ম্যানেজারের
নীরেশ ভৌমিক : দেশের অন্যতম প্রধান সার প্রস্তুতকারী সংস্থা ইফাকোর উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি জমি পরিদর্শন করা হল গাই ঘাঁটার মধুসূদন কাটি গ্রামে। গত ২৫ অক্টোবর ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার রীতেশ ঝার উদ্যোগে মধুসূদন কাটির সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভা গৃহে এলেকার কৃষকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উক্ত সমিতির একশো জনের মতো সদস্য তথা কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন। বিশিষ্ঠ কৃষিজীবী মানুষদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ সরকার ও কমিটির সদস্য মিলন সাহা প্রমুখ ব্যক্তিগণ।
আগত কৃষকদের উপস্থিতিতে ইফকোর কৃষি ও সার বিশেষজ্ঞ মিঃ রীতেশ ঝা ইফাকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সার ধান সহ বিভিন্ন ফসলে ব্যবহার করলে যে ভালো ফল পাওয়া যায় তা সভায় উপস্থিত কৃষকদেরকে বিশেষ ভাবে অবহিত করেন।
এছাড়া এদিন মিঃ ঝা কৃষকদের নিয়ে মাঠে গিয়ে ধান ক্ষেত পরিদর্শন করেন। এদিনের কৃষক সভা, কৃষি জমি ও ফসল পরিদর্শনে উপস্থিত কৃষিজীবি মানুষ জনের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।